টেস্ট স্কোয়াডে নতুন মুখ সাইফ, ফিরলেন আল-আমিন

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ভারতের বিপক্ষে দুই টেস্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসির নিষেধাজ্ঞার কারণে সাকিব আল হাসান না থাকায় টেস্ট দলের নেতৃত্ব ভার তুলে দেয়া হয়েছে মুমিনুল হকের কাঁধে।
টেস্ট স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন সাইফ হাসান। তাছাড়া, ৫ বছর পর টেস্ট দলে ফিরেছেন আল আমিন হোসেন। আসন্ন এই সিরিজে ভারতের বিপক্ষে ৩টি টি-টোয়েন্টি এবং ২টি টেস্ট খেলবে বাংলাদেশ দল।

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ভারত সফরে যাচ্ছেন না বাংলাদেশের বাঁহাতি ওপেনার তামিম ইকবাল। তাঁর বদলে জায়গা পেয়েছেন আরেক বাঁহাতি ওপেনার ইমরুল কায়েস।
আগামী ৩ নভেম্বর শুরু হবে বাংলাদেশ-ভারতের মধ্যকার ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি। এরপর ১৪ই নভেম্বর শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ২২ নভেম্বর ইডেন গার্ডেন্সে দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে।
টেস্ট স্কোয়াডঃ সাদমান ইসলাম, ইমরুল কায়েস, সাইফ হাসান, মুমিনুল হক, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোহাম্মদ নাঈম, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন, আবু জায়েদ, এবাদত হোসেন।