promotional_ad

জানানো উচিত ছিল, সাকিব ভুল করেছেঃ প্রধানমন্ত্রী

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, সাকিব আল হাসান ফিক্সিংয়ের প্রস্তাবের কথা আইসিসিকে না জানিয়ে ভুল করেছেন। আইসিসি সাকিবের বিরুদ্ধে ব্যবস্থা নিলে সরকারের পক্ষ থেকে খুব বেশি কিছু করার নেই বলে মনে করেন তিনি।


মঙ্গলবার সকাল থেকেই আলোচনার কেন্ত্রবিন্দুতে সাকিব। দুই বছর আগে বাংলাদেশের টেস্ট এবং টি-টোয়েন্টি অধিনায়ককে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন এক জুয়াড়ি। যদিও এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন সাকিব।



promotional_ad

আইসিসিকে এই বিষয়টি না জানানোর কারণে শাস্তির মুখে পড়ছেন তিনি। ন্যাম শীর্ষ সম্মেলনের অভিজ্ঞতা জানাতে মঙ্গলবার গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাকিব প্রসঙ্গে কথা বলতে গিয়ে একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী।


শেখ হাসিনা বলেছেন, 'আইসিসি যদি কোনো ব্যবস্থা নেয় সেক্ষেত্রে আমাদের খুব বেশি করণীয় থাকেন না। যেহেতু আমাদের দেশই একজন ছেলে। খেলোয়াড় হিসেবে তাঁর একটি অবস্থান আছে। ভুল সে করেছে এটা ঠিক। তাঁর পরও বিসিবি বলেছে পাশে থাকবে। খুব বেশি করণীয় যে আছে সেটা নয়।'


এমন পরিস্থিতে বিসিবি সাকিবের পাশে থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা মনে করেন সাকিব জুয়াড়ির বিষয়টিকে খুব বেশি গুরুত্ব দেননি। এ কারণেই শাস্তির সম্মুখীন হচ্ছেন এই অলরাউন্ডার। এই বিষয়টি সঙ্গে সঙ্গেই আইসিসিকে জানানো উচিত ছিল সাকিবের এমনটাই মনে করেন প্রধানমন্ত্রী।



'বিসিবি সবসময় সাকিবের সঙ্গে আছে এবং তাঁকে সব রকমের সহযোগীতা দেবে। ক্রিকেট প্লেয়ারদের সঙ্গে সাধারণত যারা জুয়াড়ি আছে তাঁরা যোগাযোগ করে। তাঁর সাথে যখন যোগাযোগ করেছে, সে এটাকে বেশি গুরুত্ব দেয়নি। ফলে এই কথা আইসিসিকে জানায়নি। নিয়ম হচ্ছে সঙ্গে সঙ্গে জানানো উচিত ছিল। এখানে সে ভুল করেছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball