জানানো উচিত ছিল, সাকিব ভুল করেছেঃ প্রধানমন্ত্রী

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, সাকিব আল হাসান ফিক্সিংয়ের প্রস্তাবের কথা আইসিসিকে না জানিয়ে ভুল করেছেন। আইসিসি সাকিবের বিরুদ্ধে ব্যবস্থা নিলে সরকারের পক্ষ থেকে খুব বেশি কিছু করার নেই বলে মনে করেন তিনি।
মঙ্গলবার সকাল থেকেই আলোচনার কেন্ত্রবিন্দুতে সাকিব। দুই বছর আগে বাংলাদেশের টেস্ট এবং টি-টোয়েন্টি অধিনায়ককে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন এক জুয়াড়ি। যদিও এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন সাকিব।

আইসিসিকে এই বিষয়টি না জানানোর কারণে শাস্তির মুখে পড়ছেন তিনি। ন্যাম শীর্ষ সম্মেলনের অভিজ্ঞতা জানাতে মঙ্গলবার গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাকিব প্রসঙ্গে কথা বলতে গিয়ে একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেছেন, 'আইসিসি যদি কোনো ব্যবস্থা নেয় সেক্ষেত্রে আমাদের খুব বেশি করণীয় থাকেন না। যেহেতু আমাদের দেশই একজন ছেলে। খেলোয়াড় হিসেবে তাঁর একটি অবস্থান আছে। ভুল সে করেছে এটা ঠিক। তাঁর পরও বিসিবি বলেছে পাশে থাকবে। খুব বেশি করণীয় যে আছে সেটা নয়।'
এমন পরিস্থিতে বিসিবি সাকিবের পাশে থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা মনে করেন সাকিব জুয়াড়ির বিষয়টিকে খুব বেশি গুরুত্ব দেননি। এ কারণেই শাস্তির সম্মুখীন হচ্ছেন এই অলরাউন্ডার। এই বিষয়টি সঙ্গে সঙ্গেই আইসিসিকে জানানো উচিত ছিল সাকিবের এমনটাই মনে করেন প্রধানমন্ত্রী।
'বিসিবি সবসময় সাকিবের সঙ্গে আছে এবং তাঁকে সব রকমের সহযোগীতা দেবে। ক্রিকেট প্লেয়ারদের সঙ্গে সাধারণত যারা জুয়াড়ি আছে তাঁরা যোগাযোগ করে। তাঁর সাথে যখন যোগাযোগ করেছে, সে এটাকে বেশি গুরুত্ব দেয়নি। ফলে এই কথা আইসিসিকে জানায়নি। নিয়ম হচ্ছে সঙ্গে সঙ্গে জানানো উচিত ছিল। এখানে সে ভুল করেছে।'