আমরা সাকিবের পাশে থাকবঃ ক্রীড়া প্রতিমন্ত্রী

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আইপিএল ও বিপিএলের দুটি ম্যাচের আগে ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিলেন সাকিব আল হাসান। এর ফলে বাংলাদেশের টেস্ট এবং টি-টোয়েন্টি অধিনায়কের বিরুদ্ধে তদন্ত করছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি বিরোধী ইউনিট।
এই তদন্ত এখন শেষ পর্যায়ে আছে। সাকিবের ব্যাপারে আইসিসির এখনও সিদ্ধান্ত জানা যায়নি। তবে বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল জানিয়েছেন, আইসিসি যে সিদ্ধান্তই নেবে, সাকিবের পাশে থাকবেন তাঁরা। তাঁরা চেষ্টা করবেন সাকিবকে রক্ষা করার। মঙ্গলবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, 'সাকিব এই বিষয়টি হালকা ভাবে হয়তো নিয়েছেন। কিছু হবে না ভেবেছেন। এটা এতদূর যাবে কেউ বুঝতে পারেনি। আইসিসি কি সিদ্ধান্ত নিতে চলেছে আমরা জানি না। যে সিদ্ধান্তই আসুক আমরা সাকিবের পাশে থাকব। আমরা চেষ্টা করবো কিভাবে তাঁকে রক্ষা করা যায়।'
এটি যেহেতু আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিটের বিষয় তাই এখানে ক্রীড়া মন্ত্রণালয়ের হস্তক্ষেপের সুযোগ নেই বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। তবে এই বিষয়ে সার্বক্ষনিক পর্যবেক্ষন করছেন বলে নিশ্চিত করেছেন জাহিদ আহসান রাসেল।
তাঁর মতে সাকিবের এই ঘটনার সঙ্গে অন্য কোনো ঘটনার সংশ্লিষ্টতা নেই। আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিটের একটি চলমান প্রক্রিয়া এটি। এই বিষয়ে বিসিবির সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। বিসিবিও সাকিবের সঙ্গে যোগাযোগ করেছে বলে জানালেন তিনি।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ভাষ্যমতে, 'আমার কাছে মনে হয় এটার সঙ্গে অন্য কিছুর সম্পর্ক নেই। এটা অনেকদিন ধরেই চলছিল। খেলোয়াড়রাই এই বিষয়টি অবগত করেননি। আমাকে এটা ক্রিকেট বোর্ড জানিয়েছে। বিষয়টি যেহেতু আমার একদম অজানা ছিল, পত্রিকা দেখেই আমি জানতে পেরেছি। জানতে পেরে আমি ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলেছি। বোর্ড জানিয়েছে তারাও কিছু জানতেন না। তাঁরা সাকিবের সঙ্গে যোগাযোগ করেছেন।'