সাকিবকে ছাড়াই ভারত সফর!

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
১৮ মাসের জন্য সব ফরম্যাট থেকে নিষিদ্ধ হতে পারেন বাংলাদেশ ক্রিকেট দলের টি-২০ ও টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান। ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়ে তা গ্রহণ না করলেও বিষয়টি সংশ্লিষ্ট বোর্ড বা আইসিসিকে কিছু না জানানোয় এই শাস্তি পেতে পারেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
যদিও আইসিসি এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এখনও কিছু জানায়নি। বিসিবি তাই খোলাসা করে কিছু বলছে না। তবে শোনা যাচ্ছে, এই ঘটনার জেরে ভারত সফরে নাও পাওয়া যেতে পারে সাকিবকে।

দেশের দুটি শীর্ষস্থানীয় পত্রিকা তাদের প্রতিবেদনে জানিয়েছে, আইপিএল ও বিপিএলের দুটি ম্যাচকে কেন্দ্র করে আইসিসি সাকিবের বিরুদ্ধে এই অভিযোগ এনেছে। এই বিষয়ে তাদের তদন্ত এখনও শেষ হয়নি।
দুই একদিনের মধ্যে তারা প্রতিবেদন পাঠাতে পারে বলে জানা গিয়েছে। তাই ভারত সফরে সাকিবকে নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়ে আছে বিসিবি। সাকিব শেষ পর্যন্ত ভারত সফরে না যেতে পারলে কাকে অধিনায়ক করা হবে সেটা নিয়ে ভাবছে বিসিবি।
ইতোমধ্যে দুই ফরম্যাটে দুজনের নাম শোনা যাচ্ছে। টেস্টের অধিনায়ক করা হতে পারে মমিনুল হককে এবং টি-টোয়েন্টির দায়িত্ব দেয়া হতে পারে মাহমুদউল্লাহ রিয়াদকে।
আগামী ৩ নভেম্বর শুরু হবে বাংলাদেশ-ভারতের মধ্যকার ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি। এরপর ১৪ই নভেম্বর শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ২২ নভেম্বর ইডেন গার্ডেন্সে দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে।