সাকিবের ব্যাপারে এখনও কিছু জানায়নি আইসিসিঃ পাপন

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
দুই বছর আগে একটি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের আগে জুয়াড়ির কাছ থেকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিলেন সাকিব আল হাসান। সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলেও এই বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) কিছুই জাননি তিনি।
এর ফলে শাস্তির মুখে পড়ছেন বাংলাদেশের টেস্ট এবং টি-টোয়েন্টি অধিনায়ক। তাঁকে সর্বোচ্চ ১৮ মাস নিষিদ্ধ করা হতে পারে বলে জানা গেছে। মূলত সন্দেহভাজন সেই জুয়াড়ির কল ট্র্যাকিং করে বিষয়টি নিশ্চিত হয়ে কিছুদিন আগে সাকিব আল হাসানের সঙ্গে কথা বলে আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিট।

এ প্রসঙ্গে এখনও খোলাসা করে কিছু বলেনি বিসিবি। তবে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, আইসিসির কাছ থেকে এই বিষয়ে কোনো অফিসিয়াল অথ্য পাননি তাঁরা। এই বিষয়ে এখনই কিছু জানাতে পারছেন না তাঁরা।
মঙ্গলবার নিজ বাসভবনে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে পাপন বলেছেন, ' আমরা আসিসির কাছ থেকে আনুষ্ঠানিক কোনো তথ্য পাইনি। তাই এই ব্যাপারে কিছু বলতে পারছি না।'
আইসিসির কোড অব কন্ডাক্টে স্পষ্ট বলা আছে, বাজিকরদের কাছ থেকে ম্যাচ বা স্পট ফিক্সিংয়ের অভিযোগ পেলে সংশ্লিষ্ট বোর্ডকে জানাতে হবে। না হয় আইসিসির দুর্নীতি দমন সংস্থা- আকসুকে অবহিত করতে হবে। সে খবর নিজে লুকিয়ে রাখলে সেটা শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে।
সাকিব এর কোনোটাই করেননি। এর ফলে নিশ্চিত শাস্তির মুখে পড়তে চলেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। শান্তি নিশ্চিত হলে দলের সঙ্গে ভারত সফরে যাওয়া হচ্ছে না সাকিবের।
সাকিব অবশ্য আইসিসির দুর্নীতি বিরোধী বিভিন্ন কার্যক্রমের সঙ্গে সরাসরি যুক্ত। বর্তমান বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে দুর্নীতির বিরুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করতে দেখা গেছে। এর ফলে সাকিবের শাস্তি কিছুটা কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।