promotional_ad

ম্যাচ ফি নিয়ে সুখবর পেলেন ক্রিকেটাররা

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বেতন ভাতা বাড়ানোসহ বেশ কিছু দাবিতে কিছুদিন আগে ধর্মঘটের ডাক দিয়েছিলে ক্রিকেটাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দাবি পূরণের আশ্বাস দেয়ার পর ধর্মঘট প্রত্যাহার করে নেন ক্রিকেটাররা।


সোমবার একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি জানিয়েছে চলমান জাতীয় লিগের (এনসিএল) আসর থেকেই বাড়ছে ক্রিকেটারদের ম্যাচ ফি, ভ্রমণ ভাতা এবং দৈনিক ভাতা। জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ড থেকেই নতুন এই সুবিধা পাবেন ক্রিকেটাররা।



promotional_ad

জাতীয় লিগের প্রথম স্তরে খেলা ক্রিকেটারদের ম্যাচ ফি ৩৫ হাজার থেকে বাড়িয়ে ৬০ হাজার করেছে বিসিবি। যা আগের ম্যাচ ফির তুলনায় ৭১ শতাংশ বেড়েছে। দ্বিতীয় স্তরের ক্রিকেটারদের ম্যাচ ফি বেড়েছে ১০০ ভাগ।


২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে তা করা হয়েছে ৫০ হাজার টাকা। দুই স্তরের ক্রিকেটাররাই এখন থেকে ভ্রমন ভাতা পাবেন সাড়ে ৩ হাজার টাকা করে। অথবা ক্রিকেটাররা চাইলে বিমান ভাড়া পাবেন।


দৈনিক ভাতা ১৫ শত টাকা থেকে বাড়িয়ে ২৫০০ টাকা করা হয়েছে। ক্রিকেটারদের দৈনিক ভাতা বেড়েছে ৬৭ শতাংশ। একই সঙ্গে হোটেলের খরচও ৮০ ভাগ এবং ম্যাচের সময় খাবারের সময় ৮৫ শতাংশ বেশি অর্থ বরাদ্দের ঘোষণা দেওয়া হয়েছে।



ক্রিকেটাররা এখন থেকে টিম হোটেল থেকে ভেন্যুতে যাওয়ার জন্য শীতাতপ নিয়ন্ত্রিত বাস পাবেন। বিসিবি যে আশ্বাস দিয়েছিল তা অনেকাংশেই পূরণ করেছে।


আইপিএলে খেলতে না পারায় মুস্তাফিজুর রহমানকে ক্ষতিপূরণ বাবদ ৩০ লাখ টাকা দেয়া হয়েছে। এ ছাড়া প্রিমিয়ার লিগের দল ব্রাদার্সের কাছে ক্রিকেটারদের পাওয়া পরিশোধ করবে বিসিবি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball