বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করল আয়ারল্যান্ড

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকেট পেয়েছে আয়ারল্যান্ড। বাছাই পর্বের ম্যাচে ওমানকে হারিয়ে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে আইরিশরা। ওমানের বিপক্ষে ১৪ রানের জয় পায় আয়ারল্যান্ড।
রবিবার (২৭ অক্টোবর) আরব আমিরাতে চলমান বিশ্বকাপ বাছাই পর্বের 'বি' গ্রুপের ম্যাচে ওমানের মুখোমুখি হয় আয়ারল্যান্ড। আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৪১ রান সংগ্রহ করে আইরিশরা।

জবাবে ২০ ওভারে ৯ উইকেটে ১২৭ রান তুলতে সক্ষম হয় ওমান। জয় নিয়ে মাঠ ছাড়ে আইরিশরা। সঙ্গে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের প্রথম রাউন্ড খেলার যোগ্যতা অর্জন করে দলটি।
একই দিন প্রথমবারের মতো বিশ্বকাপ খেলা নিশ্চিত করে পাপুয়া নিউগিনি। কেনিয়াকে ৪৫ রানের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ খেলতে যাচ্ছে দলটি।
১৬ দলের অংশগ্রহণে হবে ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। র্যাঙ্কিংয়ের প্রথম ১০টি দল এই বিশ্বকাপের প্রথম রাউন্ডে সরাসরি খেলতে পারলেও বাকি ছয়টি দলকে বাছাইপর্ব পেরিয়ে আসতে হবে।
এই ছয় দলকে আবার র্যাঙ্কিংয়ের সেরা দশের শেষ দুই দল বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম রাউন্ডে লড়তে হবে। এরপরে আটটি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে প্রথম রাউন্ডের খেলা। এ রাউন্ডের খেলা চলবে আগামী বছরের ১৮ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত। প্রতি গ্রুপ থেকে দুইটি করে চারটি দল যোগ দেবে র্যাঙ্কিংয়ের শীর্ষ আট দলের সাথে সুপার ১২ পর্বে।