promotional_ad

আমার টাকাটা দিয়ে দেন, পাপনকে সাকিব

ছবিঃ সংগৃহীত
promotional_ad

| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ইংল্যান্ড বিশ্বকাপে দল হিসেবে ভালো করতে পারেনি বাংলাদেশ। অষ্টম স্থানে থেকে আসর শেষ করেছিল মাশরাফি বিন মর্তুজার দল। তবে দলীয় ব্যর্থতার মাঝেও ব্যক্তিগত পারফর্মেন্স দিয়ে বাংলাদেশের কলার উঁচু করে রেখেছিলেন সাকিব আল হাসান।


৮ ম্যাচে ৬০৬ রান এবং ১১ উইকেট নেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এমন পারফর্মেন্সের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে বোনাস চেয়েছিলেন সাকিব আল হাসান। 



promotional_ad

বিশ্বকাপ শেষ হওয়ার পর ইতোমধ্যে দুটি কয়েকটি সিরিজ খেলে ফেলেছে বাংলাদেশ। প্রস্তুতি চলছিল আসন্ন ভারত সফর নিয়ে। কিন্তু গুরুত্বপূর্ণ এই সফরের আগে ২১ অক্টোবর ক্রিকেটাররা ১১ দফা দাবি তোলার পাশাপাশি ধর্মঘট ডেকেছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কোনো ধরনের ক্রিকেট খেলবেন না তাঁরা।
 
মূলত বেতন ভাতা বৃদ্ধি এবং ক্রিকেটারদের অধিকার আদায়ের জন্য এই পদক্ষেপ নিয়েছেন ক্রিকেটাররা। ধারণা করা হচ্ছে, এই আন্দোলনের নেতৃত্বে আছেন সাকিব আল হাসান। যে কারণে সাকিবের ওপর চটেছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। 


সাকিবের বোনাস চাওয়ার ইস্যু খোলাসা করে পাপন বলেন, ‘সাকিবের সঙ্গে শেষ যে দিন দেখা হয়, সেদিনও সে টাকার কথা বলেছে। সে বলেছে বিশ্বকাপে এতো ভালো খেললাম আপনি আমাকে বোনাস দেবেন বলেছেন, আমার টাকাটা দিয়ে দেন। আমি বলেছি ঠিক আছে, একদিন অনুষ্ঠান করে দেই, তুমি ভালো খেলেছো। কই কোনো দিন তো বলে নাই এসব কথা।’


মাঠের লড়াইয়ে ভালো পারফরম্যান্স করার জন্য এখন পর্যন্ত ২৪ কোটি টাকা ক্রিকেটারদের বোনাস দেয়া হয়েছে বলে জানান বিসিবি সভাপতি। প্রতিনিয়ত ক্রিকেটারদের সুযোগ সুবিধা বাড়ানো হচ্ছে। এরপরও টাকার জন্য ক্রিকেটাররা খেলা কেন বন্ধ করবে প্রশ্ন তুলেছেন পাপন।



নাজমুল হাসান আরও বলেন, ‘২৪ কোটি টাকা ১৫ জনকে বোনাস দিয়েছি আমরা। শুধু মাত্র ভালো পারফরম্যান্স করার জন্য। এটা কেউ কখনও ওদের দেয় নাকি? কি পরিমাণ সুযোগ-সুবিধা বাড়ানো হচ্ছে প্রতিনিয়ত। তারপরও এই টাকার জন্য ওরা খেলা বন্ধ করে দেবে? এটা আমার বিশ্বাসই হয় না।’


‘এমন হতো যে ঠিক আছে আমাদের কাছে বলেছে আমরা রাজি হইনি। ঠিক আছে মতের পার্থক্য আছে। কোনো দিন বলল না জানাল না, এদের সাথে প্রতিদিন যোগাযোগ, কাউকে কিছু বলল না, এটা তো আশ্চর্য ব্যাপার। এটা একদম আশ্চর্য ব্যাপার, এখানে অবাক না হওয়ার কোনো কারণ নেই।’ 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball