টি-টোয়েন্টিতে মুনরোর ছক্কার রেকর্ড ছুঁলেন ও'ব্রায়েন

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন রেকর্ডে নাম বসালেন আয়ারল্যান্ডের অলরাউন্ডার কেভিন ও'ব্রায়েন। এক বছরে সীমিত ওভারের এই ফরম্যাটে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ডে নিউজিল্যান্ডের কলিন মুনরোর পাশে জায়গা করে নিয়েছেন তিনি।
২০১৮ সালে টি-টোয়েন্টিতে ১২ ইনিংসে ৩৫ ছক্কা মেরেছিলেন কিউই বিস্ফোরক টপ অর্ডার ব্যাটসম্যান মুনরো। ২০১৭ সালে ৯ ইনিংসে ৩১টি ছক্কা হাঁকানো ওয়েস্ট ইন্ডিজের ওপেনার এভিন লুইসকে পেছনে ফেলেন এই বাঁহাতি।

২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বে ওমানের বিপক্ষে ২৮ বলে ৪১ রানের ঝড়ো ইনিংস খেলার পথে মুনরোর পাশে নাম বসান ও'ব্রায়েন। ওমানের বিপক্ষের মাঠে নামার আগে ও’ব্রায়েনের নামের পাশে ছিল ৩৪টি ছক্কা।
রেকর্ড ছুঁতে তাঁর প্রয়োজন ছিল একটি ছক্কা। ইনিংসের তৃতীয় ওভারে ওমানের বাঁহাতি পেসার বিলাল খানকে পুল করে ছক্কা মারেন তিনি এবং জায়গা করে নেন মুনরোর পাশে। পরে আর একটি ছক্কাও আসেনি ও’ব্রায়েনের ব্যাট থেকে।
মুনরোকে ধরতে ১৮ ইনিংস লেগেছে ও'ব্রায়েনের। আগামী বুধবার কানাডার বিপক্ষে ম্যাচে রেকর্ডটি এককভাবে নিজের করে নেওয়ার সুযোগ রয়েছে আইরিশ মারকুটে এই ব্যাটসম্যানের সামনে।