মেয়েরা চাইলে আমাদের সঙ্গে যোগ দিতে পারেঃ সাকিব

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
সোমবার বেলা ১২টা পর্যন্ত স্বাভাবিক গতিতেই চলছিল মিরপুর স্টেডিয়ামের কার্জক্রম। হুট করেই শোনা গেল বড় কিছু একটা হতে চলেছে। দুপুর একটা নাগাদ সব পরিষ্কার, মিরপুরে একত্র হচ্ছেন ক্রিকেটাররা। জরুরি ভিত্তিতে বেলা ২টায় ডাকা হয়েছে সংবাদ সম্মেলন।
এক ঘণ্টার মধ্যে মিরপুরের স্বাভাবিক আবাহাওয়া বদলে সবার মাঝে কৌতূহল, কী হতে চলেছে? বেলা ৩টা নাগাদ মিরপুরের অ্যাকাডেমিতে ৬০ জন ক্রিকেটারের সঙ্গে উপস্থিত টেস্ট এবং টি-টোয়েন্টি দলপতি সাকিব আল হাসান। সঙ্গে ছিলেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদসহ আরও অনেকেই।

১০ জন ক্রিকেটার ১১ দফা দাবি তুলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে। জানিয়ে দেয়া হয়েছে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কোনো ধরনের ক্রিকেট খেলবেন না তাঁরা। যদিও ১১ দফা দাবিতে ধর্মঘট ডাকার দিন সেখানে ছিলেন না কোনো নারী ক্রিকেটার।
নারী দলের কোনো ক্রিকেটার সেখানে উপস্থিত না থাকলেও সাকিবদের সঙ্গে তাঁরা যোগ দিতে পারবেন। সাকিব নিজেই বিষয়টি জানিয়েছেন।
হুট করে এই বৈঠকের সিদ্ধান্ত নেয়ায় তাদের অন্তর্ভুক্ত করা হয়নি বলে জানিয়েছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। সাকিব বলেন, ‘এখানে আমরা মহিলা ক্রিকেটারদের অন্তর্ভুক্ত করতে পারিনি। এই সিদ্ধান্ত হঠাৎ করেই নেয়া।’
‘তাদের যদি যাবি দাওয়া থাকে তারা আমাদের সঙ্গে যোগ দিতে পারে। আমি নিশ্চিত তাদেরও দাবি আছে। তারা যদি আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে তাহলে আমরা বিষয়টা তুলে ধরতে পারব।’
ক্রিকেটারদের এই ঘোষণার পর আগামী ২৪ অক্টোবর শুরু হতে যাওয়া জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ড এবং ২৫ অক্টোবর শুরু হতে যাওয়া জাতীয় দলের ক্যাম্প অনিশ্চয়তার মুখে পড়ে গেছে। সঙ্গে ভারত সফর মাঠে গড়ানো নিয়েও তৈরি হয়েছে শঙ্কা।