promotional_ad

সাইফউদ্দিনের বদলি রুবেল-রেজা?

ছবিঃ- বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

আসন্ন ভারত সফরের টি-টোয়েন্টি স্কোয়াড থেকে ছিটকে যেতে পারেন মোহাম্মদ সাইফউদ্দিন। তার পরিবর্তে স্কোয়াডে জায়গা দেয়া হতে পারে ফরহাদ রেজা অথবা রুবেল হোসেনকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিশ্বস্ত একটি সূত্র ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছে।


পিঠের ইনজুরি থেকে এখনও পুরোপুরি সেরে ওঠেননি মোহাম্মদ সাইফউদ্দিন। যে কারণে তরুণ এই অলরাউন্ডারকে নিয়ে আছে সংশয়। অবশ্য চোটে থাকা সত্ত্বেও ডানহাতি এই পেসারকে ভারত সফরে ১৫ সদস্যের টি-টোয়েন্টি স্কোয়াডে রেখেছেন নির্বাচকরা।

শেষ মুহূর্তে তাঁর চোট ভালো না হলে সফর মিস করতে পারেন সাইফউদ্দিন। এ কারণেই বদলি হিসেবে রুবেল ও রেজাকে বিবেচনায় রাখা হয়েছে। তবে রুবেল-রেজার নাম শোনা গেলেও বদলি হিসেবে কাউকেই নাও নেয়া হতে পারে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ক্রিকফ্রেঞ্জিকে সাইফউদ্দিনের বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার (২১ অক্টোবর) ফিজিও জুলিয়ান ক্যালেফাতের সঙ্গে বৈঠক শেষে এই অলরাউন্ডারের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।



promotional_ad

মিনহাজুল আবেদীন বলেন, ‘আমার মনে হয় না সে ভারত সফরে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারবে। সোমবার ফিজিও জুলিয়ান ক্যালেফাতের সঙ্গে আমরা বসব। এরপরই জানা যাবে সব।’


‘দ্রুতই আমরা সিদ্ধান্ত নিব সাইফউদ্দিনের বিষয়ে। তবে আমার মনে হচ্ছে না সে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারবে। আগামীকাল বৈঠকের পরই আমরা নিশ্চিত করে সবকিছু বলতে পারব।’ 

ইংল্যান্ড বিশ্বকাপ থেকে পিঠের চোটে ভুগছেন সাইফউদ্দিন। যে কারণে প্রথমে স্কোয়াডে থাকলেও শ্রীলঙ্কা সফরে যাওয়া হয়নি তাঁর। এরপর ঘরের মাঠে জিম্বাবুয়ে এবং আফগানিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে দিয়ে মাঠে ফেরেন ডানহাতি এই পেসার।



এই সিরিজের পর আবারও মাথা চাড়া দিয়ে ওঠে সাইফউদ্দিনের চোট। তাঁর স্ক্যান রিপোর্ট ইংল্যান্ড পাঠানো হয়। ধারণা করা হচ্ছে সেখান থেকে ইতিবাচক কোনো ফলাফল না আসায় ভারত সফরে তাঁকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না বিসিবি। 

ভারত সফরের টি-টোয়েন্টি দল: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল খান, লিটন কুমার দাস, সৌম্য সরকার, নাঈম শেখ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, আমিনুল ইসলাম বিপ্লব, আরাফাত সানি, মোহাম্মদ সাইফুদ্দিন, আল-আমিন হোসেন, মোস্তাফিজুর রহমান ও শফিউল ইসলাম।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball