promotional_ad

ভারত সফর থেকে ছিটকে যেতে পারেন সাইফউদ্দিন

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


আসন্ন ভারত সফরের টি-টোয়েন্টি স্কোয়াড থেকে ছিটকে যেতে পারেন মোহাম্মদ সাইফউদ্দিন। পিঠের ইনজুরি থেকে এখনও পুরোপুরি সেরে ওঠেননি তরুণ এই অলরাউন্ডার। যে কারণে তাকে নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।  


গত বৃহস্পতিবার ভারত সফরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পিঠের চোটে থাকা সত্ত্বেও ডানহাতি এই পেসারকে স্কোয়াডে রেখেছেন নির্বাচকরা। কিন্তু শেষ মুহূর্তে চোট ভালো না হলে সফর মিস করতে পারেন সাইফউদ্দিন।



promotional_ad

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার (২১ অক্টোবর) ফিজিও জুলিয়ান ক্যালেফাতের সঙ্গে বৈঠক শেষে সাইফউদ্দিনের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।


মিনহাজুল আবেদীন বলেন, ‘আমার মনে হয় না সে ভারত সফরে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারবে। সোমবার ফিজিও জুলিয়ান ক্যালেফাতের সঙ্গে আমরা বসব। এরপরই জানা যাবে সব।’ 


‘দ্রুতই আমরা সিদ্ধান্ত নিব সাইফউদ্দিনের বিষয়ে। তবে আমার মনে হচ্ছে না সে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারবে। আগামীকাল বৈঠকের পরই আমরা নিশ্চিত করে সবকিছু বলতে পারব।’ 



ইংল্যান্ড বিশ্বকাপ থেকে পিঠের চোটে ভুগছেন সাইফউদ্দিন। যে কারণে প্রথমে স্কোয়াডে থাকলেও শ্রীলঙ্কা সফরে যাওয়া হয়নি তাঁর। এরপর ঘরের মাঠে জিম্বাবুয়ে এবং আফগানিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে দিয়ে মাঠে ফেরেন ডানহাতি এই পেসার।


এই সিরিজের পর আবারও মাথা চাড়া দিয়ে ওঠে তাঁর চোট। তাঁর স্ক্যান রিপোর্ট ইংল্যান্ড পাঠানো হয়। ধারণা করা হচ্ছে সেখান থেকে ইতিবাচক কোনো ফলাফল না আসায় ভারত সফরে তাঁকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না বিসিবি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball