promotional_ad

বিপিএল খেলোয়াড় তৈরির জায়গা নাঃ সাকিব

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলোয়াড় তৈরির জায়গা নয় বলে মনে করেন সাকিব আল হাসান। বাংলাদেশের এই টেস্ট এবং টি-টোয়েন্টি অধিনায়কের মতে দেশের লেগ স্পিনারদের শেখার জায়গা হবে প্রথম শ্রেণির ক্রিকেট। 


এখানের লম্বা সময় বোলিং করা সুযোগ পাবে তারা। এখানেই নিজেদের আত্মবিশ্বাস বাড়ানোর সুযোগ রয়েছে। বিপিএলে অনেক আন্তর্জাতিক মানের ক্রিকেটাররা থাকেন। এখান থেকে অনেক অভিজ্ঞতা অর্জন করা যায়। তবে এটাকে শিক্ষার জায়গা বলতে নারাজ সাকিব। 



promotional_ad

বাংলাদেশের শীর্ষ স্থানীয় একটি সংবাদমাধ্যমকে সাকিব বলেছেন, 'আমি মনে করি, লেগ স্পিনাররা প্রথম শ্রেণির ক্রিকেটে খেলবে, অনেক ওভার বোলিং করবে, ধারাবাহিক হবে এবং আত্মবিশ্বাস বাড়াবে। টি২০ সংস্করণ বা বিপিএল হলো আন্তর্জাতিক মানের প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট। বিপিএলে খেলোয়াড় তৈরি করার জায়গা না। বিপিএলে বিভিন্ন দেশের আন্তর্জাতিক ক্রিকেটাররা থাকেন। তাদের সঙ্গে একই ড্রেসিংরুম শেয়ার করে অনেক কিছু অর্জন করবেন খেলোয়াড়রা।'


এবার জাতীয় ক্রিকেট লিগে একজন করে লেগ স্পিনার খেলানো বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই সঙ্গে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিবিপিএল) একই নিয়ম কার্যকর করছে বিসিবি। হঠাৎ বিসিবির এই নিয়ম অবাক করেছে সাকিবকে।


জাতীয় লিগের প্রথম রাউন্ডে দুই দলে লেগ স্পিনার না খেলানোয় কোচকে বরখাস্ত করার মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বিসিবির এই নিয়মকে স্বাগত জানিয়েছেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।



সাকিবের ভাষ্যমতে, 'বিপিএল কখনোই খেলোয়াড় তৈরির জায়গা হতে পারে না। এত বছর আমরা জাতীয় লিগে লেগ স্পিনার খেলাতে পারলাম না। হঠাৎ করে বিপিএলের সাতটা দলে লেগ স্পিনার খেলানোর পরিকল্পনা করা হলো। এই সিদ্ধান্তগুলো একটু হলেও বিস্ময়কর। এর পরও বলব, বোর্ড যেটা ভালো মনে করবে, সে সিদ্ধান্ত নেবে।'
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball