পূর্ণ শক্তির দল নিয়ে অস্ট্রেলিয়া যাচ্ছে শ্রীলঙ্কা

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। পাকিস্তান সফরে না থাকা অভিজ্ঞ ক্রিকেটাররা ফিরেছেন অস্ট্রেলিয়া সফরের দলে।
আসন্ন এই টি-টোয়েন্টি সিরিজে ফিরেছেন শ্রীলঙ্কার নিয়মিত অধিনায়ক লাসিথ মালিঙ্গা। এ ছাড়া ফিরেছেন ওপেনার কুশল পেরেরা, উইকেটকিপার ব্যাটসম্যান নিরোশান ডিকভেলা, কুশল মেন্ডিস।
পাকিস্তান সফরের টি-টোয়েন্টি দলে থাকা অ্যাাঞ্জেলো পেরেরা, লাহিরু মাদুশাঙ্কা, সাদিরা ও বিনোদ ভানুকা অস্ট্রেলিয়া সফরের স্কোয়াড থেকে বাদ পড়েছেন। পাকিস্তানের মাটিতে ভালো খেলায় দলে জায়গা ধরে রেখেছেন ওশাদা ফার্নান্দো এবং ভানুকা রাজাপাকশে।

বোলিং আক্রমণে আছেন অভিজ্ঞ পেসার মালিঙ্গা। তার সঙ্গে বোলিং ডিপার্টমেন্টে থাকছেন পাকিস্তান সফরে দলে থাকা ভানিদু হাসারাঙ্গা, লাকশান সান্দাকান, নুয়ান প্রদীপ, ইসুরু উদানা, কাসুন রাজিথা, লাহিরু কুমারাই।
২৭ অক্টোবর অ্যাডিলেইড মাঠে গড়াবে দুই দলের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি। সিরিজের বাকি দুই ম্যাচ ব্রিসবেন ও মেলবোর্নে অনুষ্ঠিত হবে।
শ্রীলঙ্কার টি-টোয়েন্টি স্কোয়াডঃ লাসিথ মালিঙ্গা (অধিনায়ক), কুশল পেরেরা, কুশল মেন্ডিস, দানুশকা গুনাথিলাকা, আভিশকা ফার্নান্দো, নিরোশান ডিকভেলা, দাসুন শানাকা, শেহান জয়াসুরিয়া, ভানুকা, ওসাদা ফার্নান্দো, হাসারাঙ্গা, সান্দাকান, নুয়ান প্রদীপ, লাহিরু কুমারা, উদানা, কাসুন রাজিথা।