promotional_ad

হতাশা ঝারতে গিয়ে ইনজুরিতে মার্করাম

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ভারতের বিপক্ষে তৃতীয় টেস্ট থেকে ছিটকে পড়েছেন দক্ষিণ আফ্রিকার ওপেনার এইডেন মার্করাম। পুনে টেস্টের দ্বিতীয় ইনিংসে আউট হওয়ার পর হতাশ হয়ে শক্ত বস্তুতে আঘাত করেন তিনি। এতে ডানহাতের কব্জিতে চোট পান এই টপ অর্ডার ব্যাটসম্যান। এই চোট সিরিজের শেষ টেস্ট থেকে ছিটকে দিয়েছে তাঁকে।


পুনে টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শূন্য রানে এলবিডাব্লিউ হয়ে ফেরেন মার্করাম। উইকেটে থাকা আরেক ওপেনার ডিন এলগারের সঙ্গে পরামর্শ করে রিভিউ নেননি তিনি। পরবর্তীতে দেখা যায় বলটি লেগ স্টাম্প মিস করেছে। এতে বেশ হতাশ হন ডানহাতি এই ওপেনার।



promotional_ad

দক্ষিণ আফ্রিকা দলের চিকিৎসক হাসেন্দ্র রামজী বলেন, 'এইডেন মার্করামের সিটি স্ক্যানে কব্জিতে চিড় ধরা পড়েছে। তাকে মেডিক্যাল টিম ভারতের বিপক্ষে পরবর্তী টেস্ট থেকে বাদ দিয়েছে। দক্ষিণ আফ্রিকায় ফিরে বিশেষজ্ঞ চিকিৎসক দেখানোর জন্য সব ধরনের ব্যবস্থা করা হয়েছে।'


ভারত সফরটি মার্করামের জন্য মিশ্র ছিল। প্রস্তুতি ম্যাচে দুটি সেঞ্চুরি করা এই ব্যাটসম্যান মূল সিরিজে নিজেকে মেলে ধরতে পারেননি। প্রথম টেস্টেরর দুই ইনিংসে যথাক্রমে ৫ এবং ৩৯ রান করেছেন তিনি। দ্বিতীয় টেস্টের দুই ইনিংসেই আউট হয়েছেন শূন্য রানে।


নিজের এমন পারফরম্যান্সের পর নিজের কারণে ইনজুরিতে পড়া মার্করাম বলেন, 'এই অবস্থায় দেশে ফিরে যেতে খারাপ লাগছে এবং আমি এর সম্পূর্ণ দায় নিচ্ছি। আমি যা করেছি এটা ভুল ছিল।'



এমন ঘটনা এই সপ্তাহের শুরুতে ঘটিয়েছিলেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মিচেল মার্শ। রাগ ঝারতে গিয়ে ড্রেসিংরুমের দেয়ালে ঘুষি মেরে ডানহাতের ইনজুরিতে পড়েন মার্শ।


বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওয়ানা দেবেন মার্করাম। এখন পর্যন্ত তাঁর বদলি হিসেবে কারো নাম প্রকাশ করেনি টিম ম্যানেজমেন্ট। ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার তৃতীয় টেস্টটি শুরু হবে আগামী ১৯ অক্টোবর।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball