এক সপ্তাহের বিশ্রামে তামিম

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
পাঁজরের চোটে চলমান জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) থেকে ছিটকে গিয়েছেন তামিম ইকবাল। সেরে ওঠতে সময় লাগবে প্রায় এক সপ্তাহ, নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
২৫ তারিখ থেকে শুরু হবে ভারত সফরের জন্য বাংলাদেশ দলের ক্যাম্প। এর আগে দেশসেরা এই ওপেনারের সেরে ওঠার ব্যাপারে আশাবাদী বিসিবির এই চিকিৎসক।
বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগের হয়ে জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ডে মাঠে নামার কথা ছিল তামিমের। কিন্তু মঙ্গলবার পাঁজরে চোট পান এই ওপেনার। এরপরই স্ক্যান করানো হয় তাঁর। যদিও বুধবার মিরপুরে অনুশীলন করেন তামিম।

দেবাশীষ বলেন, 'পাঁজরে হালকা চোট লেগেছে পরশু (মঙ্গলবার)। তবে প্রথমে ব্যথা ছিল না। গতকালও (বুধবার) নেটে ব্যাটিং করেছেন তিনি। এরপর বিকেল থেকে ব্যথা। সকালে স্ক্যানে চোট ধরা পড়েছে। এক সপ্তাহর মতো লাগবে সেরে উঠতে।’
এনসিএল থেকে তামিমের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম বিভাগের ফিজিও সজিব উর রহমান। ক্রিকফ্রেঞ্জিকে তিনি বলেন, 'তামিম পাঁজরে ব্যথা অনুভব করায় দ্বিতীয় ম্যাচে খেলছে না। আমরা তাঁকে নিয়ে কোনো প্রকার ঝুঁকি নিতে চাইনি। এই মুহূর্তে সে বিসিবিতে অবস্থান করছে।'
আসন্ন ভারত সফরকে সামনে রেখে জাতীয় লিগে বাংলাদেশ দলের ক্রিকেটারদের অংশগ্রহণ বাধ্যতামূলক করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু হুট করে তামিমের এমন চোট ভারত সফরে আগে দুশ্চিন্তায় ফেলতে পারে টিম ম্যানেজম্যান্টকে।
চট্টগ্রামের হয়ে লিগের প্রথম রাউন্ডে ঢাকা মেট্রোর বিপক্ষে খেলেছেন তামিম। সেই ম্যাচের দুই ইনিংসেই ভালো সূচনা পাওয়ার পর সেটাকে বড় স্কোরে রূপান্তরিত করতে পারেননি এই ওপেনার। প্রথম ইনিংসে ৩০ করার পর দ্বিতীয় ইনিংসে ফেরেছে ৪৬ রানে।
এই ম্যাচে মাঠে নামার আগে জাতীয় দলের দায়িত্ব থেকে দূরে ছিলেন তামিম। ইংল্যান্ড বিশ্বকাপ এবং শ্রীলঙ্কা সিরিজে নিজেকে পুরোপুরি মেলে ধরতে না পারায় ঘরের মাঠে অনুষ্ঠিত আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে খেলেনি এই ওপেনার।
ছিলেন না জিম্বাবুয়ে এবং আফগানিস্তানকে নিয়ে অনুষ্ঠিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডেও। লম্বা বিরতির পর এনসিএল দিয়ে ফিরলেও ইনজুরির কারণে আবারও মাঠের বাইরে থাকতে হচ্ছে দেশসেরা এই ওপেনারকে।