promotional_ad

১৫ ওভারের বেশি বোলিং করতে পারবেন না মুস্তাফিজ

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ডে খুলনার হয়ে মাঠে নামতে বাঁধা নেই মুস্তাফিজুর রহমানের। কিন্তু দিনে ১৫ ওভারের বেশি বোলিং করতে পারবেন না বাঁহাতি এই পেসার।


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এমনই জানিয়েছেন। খুলনা যাওয়ার আগে ফিজিও এই নিয়ম বেধে দিয়েছেন মুস্তাফিজকে। 



promotional_ad

চোট থেকে সেরে ওঠলেও ভারত সফরের আগে তাঁকে নিয়ে ঝুঁকি নিতে চাইছেন না ফিজিও। নান্নু বলেন, ‘ফিজিও আমাদেরকে একটা গাইডলাইন দিয়েছে। প্রথম ম্যাচ থেকে খেলার কথা ছিল কিন্তু ওর গোড়ালিতে একটু সমস্যা আছে। ফিজিও বলেছিল, গোড়ালিতে পুরো লোড না নিতে পারলে সে খেলতে পারবে না।’ 


‘এখন সে ফিট হয়ে উঠেছে। এখন দেখার বিষয় দুই ইনিংস মিলিয়ে কত ওভার বোলিং করতে পারে সে। আরেকটা গাইডলাইন দিয়ে দিয়েছে যে, ১৫ ওভারের বেশি বোলিং করতে পারবে না। সেই হিসেবে আমরা দেখব। এরপর ওর ফিটনেস দেখে চিন্তা করা হবে।’ যোগ করেন প্রধান নির্বাচক।


ভারত সফরের আগে জাতীয় লিগের প্রথম দুই রাউন্ডে জাতীয় দলের ক্রিকেটারদের অংশগ্রহণ বাধ্যতামূলক করে দিয়েছে বিসিবি। সেই হিসেবে প্রথম রাউন্ড থেকেই অংশ নেয়ার কথা ছিল মুস্তাফিজের। 



৯ অক্টোবর জাতীয় লিগে অংশ নিতে খুলনা যাওয়ার জন্য বিমানবন্দরে গিয়েছিলেন বাঁহাতি এই পেসার। কিন্তু সেখান থেকে বাড়ি ফিরতে হয় তাঁকে। সম্পূর্ণ ফিট না হওয়ায় ফিজিওর পরামর্শে বিশ্রাম দেয়া হয় মুস্তাফিজকে। তবে দ্বিতীয় রাউন্ডের ম্যাচের আগে খুলনা বিভাগের স্কোয়াডে যোগ দিতে গতকাল (সোমবার) বেলা ১২টায় ঢাকা ছেড়েছেন মুস্তাফিজ। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball