১৫ ওভারের বেশি বোলিং করতে পারবেন না মুস্তাফিজ

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ডে খুলনার হয়ে মাঠে নামতে বাঁধা নেই মুস্তাফিজুর রহমানের। কিন্তু দিনে ১৫ ওভারের বেশি বোলিং করতে পারবেন না বাঁহাতি এই পেসার।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এমনই জানিয়েছেন। খুলনা যাওয়ার আগে ফিজিও এই নিয়ম বেধে দিয়েছেন মুস্তাফিজকে।

চোট থেকে সেরে ওঠলেও ভারত সফরের আগে তাঁকে নিয়ে ঝুঁকি নিতে চাইছেন না ফিজিও। নান্নু বলেন, ‘ফিজিও আমাদেরকে একটা গাইডলাইন দিয়েছে। প্রথম ম্যাচ থেকে খেলার কথা ছিল কিন্তু ওর গোড়ালিতে একটু সমস্যা আছে। ফিজিও বলেছিল, গোড়ালিতে পুরো লোড না নিতে পারলে সে খেলতে পারবে না।’
‘এখন সে ফিট হয়ে উঠেছে। এখন দেখার বিষয় দুই ইনিংস মিলিয়ে কত ওভার বোলিং করতে পারে সে। আরেকটা গাইডলাইন দিয়ে দিয়েছে যে, ১৫ ওভারের বেশি বোলিং করতে পারবে না। সেই হিসেবে আমরা দেখব। এরপর ওর ফিটনেস দেখে চিন্তা করা হবে।’ যোগ করেন প্রধান নির্বাচক।
ভারত সফরের আগে জাতীয় লিগের প্রথম দুই রাউন্ডে জাতীয় দলের ক্রিকেটারদের অংশগ্রহণ বাধ্যতামূলক করে দিয়েছে বিসিবি। সেই হিসেবে প্রথম রাউন্ড থেকেই অংশ নেয়ার কথা ছিল মুস্তাফিজের।
৯ অক্টোবর জাতীয় লিগে অংশ নিতে খুলনা যাওয়ার জন্য বিমানবন্দরে গিয়েছিলেন বাঁহাতি এই পেসার। কিন্তু সেখান থেকে বাড়ি ফিরতে হয় তাঁকে। সম্পূর্ণ ফিট না হওয়ায় ফিজিওর পরামর্শে বিশ্রাম দেয়া হয় মুস্তাফিজকে। তবে দ্বিতীয় রাউন্ডের ম্যাচের আগে খুলনা বিভাগের স্কোয়াডে যোগ দিতে গতকাল (সোমবার) বেলা ১২টায় ঢাকা ছেড়েছেন মুস্তাফিজ।