চতুর্থ চেষ্টায় পার পেলেন রাব্বি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
চতুর্থ দফায় বিপ টেস্ট পরীক্ষায় পাশ করেছেন ইয়াসির আলী রাব্বি। সোমবার বিকেল ৪টায় অনুষ্ঠিত পরীক্ষায় ১১.১ পয়েন্ট পেয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান। রাব্বি নিজেই বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছেন।
যে কারণে চলমান জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ডে মাঠে নামতে কোনো বাধা নেই তাঁর। ১৭ অক্টোবর থেকে শুরু হওয়া দ্বিতীয় রাউন্ডে চট্টগ্রাম বিভাগের হয়ে খেলবেন তিনি।

ঘরোয়া প্রথম শ্রেণির এই টুর্নামেন্টে খেলতে হলে বিপ টেস্টে ১১ পয়েন্ট তুলতে হবে ক্রিকেটারদের। এই নিয়ম বেধে দেয়া হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে। এর আগে তিনবারের চেষ্টায় সর্বোচ্চ ১০.৮ পয়েন্ট তোলেন রাব্বি।
বিপ টেস্টে কাঙ্খিত নম্বর তোলার পর ক্রিকফ্রেঞ্জিকে রাব্বি বলেন, ‘বিপ টেস্ট দিয়েছি আজ (সোমবার)। ১১ বেঞ্চ মার্ক ছিল সেখানে, ১১.১ তুলতে সক্ষম হয়েছি। আশা করছি দ্বিতীয় রাউন্ড থেকে জাতীয় লিগ খেলব।’
২০১২ সালে চট্টগ্রামের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় রাব্বির। এখন পর্যন্ত ৪৬টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। চারদিনের ম্যাচে রাব্বির ব্যাটিং গড় ৪৯.৩৪। ৬টি সেঞ্চুরি এবং ১৯টি হাফ সেঞ্চুরিতে ৩ হাজার ১০ রান রয়েছে তাঁর নামের পাশে।
চট্টগ্রামের হয়ে প্রথম ম্যাচ খেলতে না পারায় তাঁর অভাব টের পেয়েছে দল। কোচ আফতাব আহমেদ বলেছিলেন, ‘এটা অনেক বড় একটা ঘাটতি, ও আমাদের নিয়মিত পারফরমার। এটা আমাদের জন্য অনেক বড় একটা অভাব হয়ে গেছে।’