দলে জায়গা নিয়ে আর ভাবেন না ইমরুল

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
রবিবার জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ডাবল সেঞ্চুরি করেছেন ইমরুল কায়েস। প্রায় বছর খানেক ধরে জাতীয় দলের বাইরে থাকা এই ওপেনারের জাতীয় লিগে এটা প্রথম ডাবল সেঞ্চুরি। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তাঁর দ্বিতীয়।
জুলাইয়ে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিলেন ইমরুল। ৩ মাস পর ব্যাট হাতে নিয়ে খুলনার হয়ে ডাবল সেঞ্চুরি করা এই ওপেনার মাঝে জাতীয় দলের ক্যাম্পে ডাক পেলেও পারিবারিক কারণে ছুটিতে ছিলেন।

খুলনার হয়ে ৩১৯ বলে ২০২ রানের অপরাজিত ইনিংস খেলা ৩২ বছর বয়সী এই ওপেনার ম্যাচ শেষে জানিয়েছেন, এখন আর দলে জায়গা পাওয়া নিয়ে ভাবেন না তিনি। নিজের কাজটা ঠিকভাবে করে যাওয়াই ইমরুলের লক্ষ্য এখন।
ইমরুল বলেন, ‘রান করলে নিজের ভালো লাগে। কে, কখন কোন টিমে নেবে, এসব নিয়ে আর ভাবতে চাই না। চিন্তাও করি না। আগে চিন্তা করতাম, রান না করলে বাদ পড়ে যাবো, এসব টেনশন আর আসে না। হলে হবে, না হলে নেই। আমার কাজ আমি করে যাই।’
এদিকে ইমরুলের মতো দলের বাইরে থাকা ক্রিকেটারদের জন্য এবারের জাতীয় লিগকে অনেক বড় সুযোগ হিসেবে দেখছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ভারত সফরের স্কোয়াডে জায়গা করে নেয়ার জন্য জাতীয় লিগকে দরজা হিসেবে দেখছেন ঢাকা মেট্রোর ম্যাচ সেরা খেলোয়াড় মাহমুদউল্লাহ রিয়াদ।
রবিবার ঢাকা মেট্রো এবং চট্টগ্রামের মধ্যকার ম্যাচ শেষ সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন মাহমুদউল্লাহ। তিনি বলেন, ‘আপনি যদি শুধু জাতীয় দলের খেলোয়াড়দের কথা চিন্তা করেন, হয়তো বেশ অনেক দিন ধরে ক্রিকেট খেলছে এবং আমরা বেশ কয়েক মাস ধরেই ক্রিকেট খেলছি।’
‘যেহেতু সামনে আমাদের ভারত সফর। এটি একটি বড় সিরিজ। জাতীয় দলের খেলোয়াড়রাসহ সবাই প্রাণপণ চেষ্টা করছে যেন পারফর্ম করতে পারে এবং স্কোয়াডে সুযোগ পেতে পারে। এটাই সবচেয়ে বড় কথা। যে যেখানেই খেলি, পারফর্ম করাটা বড় কথা।’