promotional_ad

শ্রীলঙ্কায় সাইফের সেঞ্চুরিতে বাংলাদেশের বড় পুঁজি

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সাইফ হাসানের নজরকাড়া শতরানের ইনিংসে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে বিশাল পুঁজি দাঁড় করিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। স্বাগতিকদের সামনে ৩২৩ রানের পাহাড়সম লক্ষ্য ছুঁড়ে দিয়েছে মোহাম্মদ মিঠুনের দল।


কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে দলকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার নাঈম শেখ এবং সাইফ হাসান। ১২০ রানের জুটি গড়েন এই তাঁরা।


দারুণ ব্যাটিং করে হাফ সেঞ্চুরি তুলে নেন নাঈম শেখ। কিন্তু নিজের ইনিংসটি বড় করতে পারেননি নাঈম। অবস্ট্রাক্ট ইন দ্য ফিল্ড (রান নেয়ার সময় বাধার শিকার) হয়ে সাজঘরে ফিরতে হয়েছে দারুণ ফর্মে থাকা এই ব্যাটসম্যানকে।



promotional_ad

৬৬ রানের ইনিংস খেলেন এই বাঁহাতি। ৭৬ বলের ইনিংসে ৫ চার এবং ২ ছক্কা মারেন তিনি। এরপর দ্রুত উইকেট হারাতে থাকে বাংলাদেশ। তবে এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করে যান আরেক ওপেনার সাইফ।


নাজমুল হোসেন শান্ত, এনামুল হক বিজয় ব্যর্থ হলে দলের হাল ধরতে সাইফকে সঙ্গ দেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন। ৯৯ রানের জুটি গড়েন তাঁরা। এই জুটি গড়ার পথে সেঞ্চুরি তুলে নেন সাইফ।


১১০ বলে ১২ চার ও ৩টি ছক্কায় ১১৭ রানের ইনিংস খেলা সাইফের বিদায়ের পর সাজঘরে ফেরেন মিঠুনও। ডানহাতি মিঠুন খেলেন ৩২ রানের ইনিংস। শেষের দিকে সানজামুল ইসলাম, নুরুল হাসান সোহানদের ছোট ছোট ইনিংসে ৯ উইকেটে ৩২২ রানের পুঁজি দাঁড় করায় বাংলাদেশ ‘এ’ দল।


শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন শিরান ফার্নান্দো। তিনটি উইকেট নেন বিশ্ব ফার্নান্দো। এ ছাড়া একটি উইকেট নিয়েছেন আমিলা আপোনসো।



সংক্ষিপ্ত স্কোরঃ


বাংলাদেশ ‘এ’ দলঃ ৫০ ওভারে, ৩২২/৯ (সাইফ ১১৭, নাঈম ৬৬; শিরান ফার্নান্দো ৪/৫০, বিশ্ব ফার্নান্দো ৩/৬৯)।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball