promotional_ad

পাকিস্তানের ক্রিকেটে অবদান রাখতে চায় আয়ারল্যান্ড

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনতে অবদান রাখতে চায় আয়ারল্যান্ড। পাকিস্তানে সফরের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন দলটির প্রধান নির্বাহী ওয়ারেন ডিউট্রম। আগামী এক বছরের মধ্যে পাকিস্তানে খেলতে যেতে চায় দলটি।


দীর্ঘ ১০ বছর পর সিরিজ খেলতে পাকিস্তান সফরে গিয়েছে শ্রীলঙ্কা। পাকিস্তানের বর্তমান নিরাপত্তা ব্যবস্থা দেখে মুগ্ধ হয়েছেন লঙ্কান প্রধান কোচ রামেশ রত্নায়েকে। তিনি জানিয়েছেন, পাকিস্তানে তাদের এই সফরটি বাকি দলগুলোর উৎসাহ বাড়াবে।



promotional_ad

শ্রীলঙ্কানদের পরিপাটি পাকিস্তান সফর দেখে সেখানে যেতে আগ্রহী আয়ারল্যান্ডও। তবে আগামী ৮ মাসের মধ্যে পাকিস্তানের কোনো খালি সূচি না থাকায় অপেক্ষা করতে হচ্ছে আয়ারল্যান্ডকে।


পাকিস্তান-শ্রীলঙ্কার টি-টোয়েন্টি সিরিজ চলাকালীন লাহোরে ছিলেন আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী ডিউট্রম। সিরিজ শেষে তিনি বলেন, ‘ক্রিকেট আয়ারল্যান্ড এখন টেস্ট খেলুড়ে দল। আমরা মনে করছি ক্রিকেট পরিবারে আমাদের পরিপক্ব ভূমিকা পালন করা খুবই গুরুত্বপূর্ণ। পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনতে আমরা ভূমিকা রাখতে চাই।’


ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী টম হ্যারিসনও এই সিরিজের সময় পাকিস্তানে ছিলেন। তারা দুজনই আন্তর্জাতিক ম্যাচে পাকিস্তানের নিরাপত্তা দেখে বিস্মিত হয়েছেন।



হ্যারিসন বলেন, ‘চোখে না দেখা পর্যন্ত আপনি একটি ধারণা তৈরি করবেন, সত্যি কথা বলতে এটাই মানুষের স্বভাব। এই সফরটি পাকিস্তানের আমন্ত্রণে হয়েছিল এবং এখন ধারণাগুলো পরিবর্তন হচ্ছে। ইসলামাবাদ এবং লাহোরে ক্রিকেট কর্তৃপক্ষ, নিরাপত্তা কর্তৃপক্ষ, সরকার এবং পুলিশ একত্রে দারুণ কাজ করছে। বিশ্বাস তৈরির চেষ্টায় আছে সকলে।’


পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে শ্রীলঙ্কা। করাচিতে আয়োজিত এই সিরিজে ২-০ ব্যবধানে সিরিজ হারে সফরকারীরা। লাহোরে অনুষ্ঠিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে লঙ্কানরা। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball