শ্রীলঙ্কা শিবিরে আফিফ-রনির হানা

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
শ্রীলঙ্কা 'এ' দলঃ ৮৬/২, ওভার- ১৫

মেন্ডিস ৩০*, প্রিয়াঞ্জান ৩১*; আফিফ ১/৩৬, রনি ১/২৮
বাংলাদেশ ‘এ’ দলঃ ৫০ ওভারে, ৩২২/৯ (সাইফ ১১৭, নাঈম ৬৬; শিরান ফার্নান্দো ৪/৫০, বিশ্ব ফার্নান্দো ৩/৬৯)।
শ্রীলঙ্কার দুই উইকেট তুলে নিলেন আফিফ-রনিঃ ৩২৩ রানের বড় লক্ষ্য। আগ্রাসী ব্যাটিং করাটাই স্বাভাবিক লঙ্কানদের জন্য। ইনিংসের শুরুটা সেভাবেই করতে চেয়েছিলেন দুই ওপেনার পাথুম নিশাঙ্কা এবং সান্দুন।
তাঁদের দুইজনকে টিকতে দেননি আফিফ হোসেন এবং আবু হায়দার রনি। ৭ বলে ৬ রান নেয়া নিশাঙ্কাকে ফেরান স্পিনার আফিফ হোসেন। ১৩ বলে এক ছক্কা এবং দুই চারে ১৮ রান নেয়া সান্দুনকে সাজঘরে পাঠান পেসার রনি।
দলকে লক্ষ্যের দিকে এগিয়ে নিচ্ছেন তিন এবং চার নম্বর ব্যাটসম্যান কামিন্দু মেন্ডিস এবং অধিনায়ক আশান প্রিয়াঞ্জান। ৩১ বলে ৩১ রানে ব্যাটিং করছেন প্রিয়াঞ্জান, মেন্ডিস উইকেটে আছেন ৩০ রান নিয়ে।