মুশফিকের হাফ সেঞ্চুরি, নড়বড়ে অবস্থানে রাজশাহী

ছবি: ছবি- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
জাতীয় ক্রিকেট লিগের প্রথম স্তরের ম্যাচে ঢাকা বিভাগের বিপক্ষে ৬৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করেছে রাজশাহী বিভাগ। ২০১৭ সালের পর জাতীয় লিগে ফেরা মুশফিকুর রহিম এ ম্যাচে তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি। তবে ছয় উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ভালো অবস্থানে নেই মুশফিকের রাজশাহী।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রথম রাউন্ডের এ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় শুভাগত হোমের দল। প্রথম দিনের শেষ বেলায় তাইজুল ইসলাম এবং শফিউল ইসলামের বোলিং তোপে পড়া ঢাকা দ্বিতীয় দিনের প্রথম সেশনে অলআউট হয়ে যায়।
প্রথম ইনিংসে রনি তালুকদারের ৬৩ এবং তাইবুর রহমানের অপরাজিত ৮৮ রানের ইনিংসে দলের খাতায় ২৪০ রান যোগ করে ঢাকা। তাইজুল চারটি এবং শফিউল নিয়েছেন তিনটি উইকেট।

এরপর নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে রাজশাহী। সুমন খানের দুর্দান্ত বোলিংয়ে ১৪ রানে ৩ উইকেট হারানো রাজশাহীর হাল ধরেন মুশফিক এবং অধিনায়ক জহুরুল ইসলাম। চতুর্থ উইকেটে ১২১ রানের জুটি গড়েন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান।
৯৩ বলে হাফ সেঞ্চুরি তুলে নেয়া মুশফিক ১১৬ বলে ৭৫ রানে আউট হলে আবারো বিপদে পড়ে রাজশাহী। ইনিংসে ৭ চার এবং ৩ ছক্কা মেরেছেন মুশফিক। তাঁর বিদায়ের পর জহুরুলকে সঙ্গ দিতে পারেননি সাব্বির রহমান, শাখের হোসেনরা।
একাই লড়াই করে ৫১ রান নিয়ে অপরাজিত থেকে দিন শেষ করেন জহুরুল। তাঁর সঙ্গে ১৪ রান নিয়ে দ্বিতীয় দিনে অপরাজিত আছেন ফরহাদ রেজা। দ্বিতীয় দিনে ৬৬ ওভার ব্যাটিং করে ৬ উইকেটের বিনিময়ে ১৭৬ রান সংগ্রহ করে রাজশাহী।
ঢাকার হয়ে দুর্দান্ত বোলিং করে একাই তিন উইকেট তুলে নেন পেসার সুমন। এ দিন ২২ ওভার বোলিং করেছেন তিনি, যেখানে ৮টি মেইডেন দিয়েছেন এই পেসার। এ ছাড়া একটি করে উইকেট নিয়েছেন সালাউদ্দিন শাকিল, নাজমুল ইসলাম, শুভাগত হোম।
সংক্ষিপ্ত স্কোরঃ
রাজশাহী বিভাগ প্রথম ইনিংসঃ ৬৬ ওভারে ১৭৬/৬ (জহুরুল ৫৭*, মুশফিক ৭৫; সুমন খান ৩/৪০, শুভাগত ১/৩১)।
ঢাকা বিভাগ প্রথম ইনিংসঃ ৭৬.১ ওভারে ২৪০/১০ (তাইবুর ৮৮*, রনি ৬৩; তাইজুল ৪/৯২, শফিউল ৩/৪৩)।