তাইজুল-শফিউলে বিধ্বস্ত ঢাকা বিভাগ

ছবি: ছবি- ওয়ালটন

|| ডেস্ক রিপোর্ট ||
তাইজুল ইসলাম এবং শফিউল ইসলামের বিধ্বংসী বোলিংয়ে ঢাকা বিভাগকে ২৪০ রানে গুঁটিয়ে দিয়েছে রাজশাহী বিভাগ। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় দিনের প্রথম সেশনেই অলআউট হয়ে যায় শুভাগত হোমের দল।
বল হাতে দুর্দান্ত বোলিং করে চারটি উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল। তাঁর সঙ্গে দলের জন্য অবদান রেখেছেন পেসার শফিউল ইসলাম। তিনি নিয়েছেন তিনটি উইকেট।
ম্যাচে প্রথম দিন ৫১.৫ ওভারে সাত উইকেটে ১৪৩ রান করে ঢাকা বিভাগ। তিন উইকেট হাতে নিয়ে দ্বিতীয় দিন শুরু করা ঢাকা ২৫ ওভার ব্যাটিং করতেই সবকটি উইকেট হারিয়ে ফেলে।

ঢাকা বিভাগের হয়ে দ্বিতীয় দিন দলকে আগলে রাখেন তাইবুর রহমান। একাই খেলেছেন তিনি। তাঁকে সঙ্গ দিতে পারেননি শেষের দিকের ব্যাটসম্যানরা। শেষ পর্যন্ত ৮৮ রানের অপরাজিত ইনিংস খেলেন তাইবুর।
এ ম্যাচে টস জিতে ঢাকাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় রাজশাহী। বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা সঠিক সময় শুরু হয়নি। পরবর্তীতে ব্যাটিংয়ে নামলে ভালো শুরু করে ঢাকা। দুর্দান্ত ব্যাটিং করে শুরুতে উইকেট হারানো ঢাকাকে পথ দেখান রনি তালুকদার।
জয়রাজ শেখ তাঁকে সঙ্গ দিয়েছেন বেশ কিছুক্ষণ। ৩৫ রান করা জয়রাজ ফিরলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ঢাকা। এরপর রনির সঙ্গে জুটি গড়ার চেষ্টায় ছিলেন তাইবুর। কিন্তু ৬৩ রান করা রনি ফিরলে একাই লড়াই চালাতে হয় তাইবুরকে।
তাইবুর অপরাজিত থাকলেও শেষ পর্যন্ত ২৪০ রানে থামে ঢাকার ইনিংস। তাইজুল এবং শফিউলের সঙ্গে রাজশাহীর হয়ে দারুণ বোলিং করে দুটি উইকেট নিয়েছেন ফরহাদ রেজা এবং একটি উইকেট নিয়েছেন শফিকুল ইসলাম।
সংক্ষিপ্ত স্কোরঃ
ঢাকা বিভাগ প্রথম ইনিংসঃ ৭৬.১ ওভারে ২৪০/১০ (তাইবুর ৮৮*, রনি ৬৩; তাইজুল ৪/৯২, শফিউল ৩/৪৩)।