promotional_ad

সিপিএলের ফাইনালে সাকিব-হোল্ডাররা

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ফাইনালে ওঠার দ্বিতীয় সুযোগ ভালোভাবে কাজে লাগিয়েছে বার্বাডোজ ট্রাইডেন্টস। টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে ত্রিনবাগো নাইট রাইডার্সকে ১২ রানে হারিয়ে এবারের আসরের ফাইনাল নিশ্চিত করেছেন সাকিব আল হাসান, জেসন হোল্ডাররা।


আগে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে প্রতিপক্ষকে ১৬১ রানের লক্ষ্য ছুঁড়ে দেন অ্যালেক্স হেলস, শেই হোপ, জনসন চার্লসরা। এই লক্ষ্য তাড়া করতে ব্যর্থ হয়েছে কাইরন পোলার্ডের দল। ১৯.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪৮ রানে থামেন সেকুগে প্রসন্ন, সুনীল নারিন, পোলার্ডরা।


লক্ষ্য তাড়ার ইনিংসে শুরু থেকেই পিছিয়ে ছিল নাইট রাইডার্স। প্রসন্ন হাফ সেঞ্চুরিতে জয়ের স্বপ্ন দেখে দলটি। কিন্তু শেষ পর্যন্ত বার্বাডোজের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে জয় নিয়ে মাঠ ছাড়তে ব্যর্থ হয় পোলার্ডের দল।


নাইট রাইডার্সের হয়ে সর্বোচ্চ ৫১ রানের ইনিংস খেলেন প্রসন্ন। এ ছাড়া পোলার্ড ২৩, দীনেশ রামদিন ২১ রান করেছেন। এ ম্যাচে বল হাতে অত্যন্ত খরুচে ছিলেন সাকিব। দুই ওভার হাত ঘুরিয়ে ২৭ রান দেন তিনি, ছিলেন উইকেট শূন্য।



promotional_ad

দুর্দান্ত বোলিং করেছেন অ্যাসলে নার্স। চার ওভারে মাত্র ১৪ রানের বিনিময়ে নেন ২ উইকেট। এ ছাড়া হ্যারি গুর্নে, হেইডেন ওয়ালশ, রেইমন রেইফার নিয়েছেন দুটি করে উইকেট। একটি উইকেট পেয়েছেন অধিনায়ক জেসন হোল্ডার।


ব্যাট হাতেও তেমন উজ্জ্বল ছিলেন না সাকিব। তিনে নামা এই ব্যাটসম্যান শুরুটা ভালো করেছিলেন। কিন্তু ইনিংস বড় করতে ব্যর্থ হন এই বাঁহাতি। ১২ বলে ১ চার এবং ১ ছক্কায় ১৮ রান নিয়ে সাজঘরে ফিরতে হয় সাকিবকে।


বার্বাডোজের হয়ে কোনো ব্যাটসম্যানই বড় ইনিংস খেলতে পারেননি। তবে ব্যাট হাতে দলের জন্য অবদান রেখেছেন সকলেই। সর্বোচ্চ ৩৫ রানের ইনিংস খেলেছেন জনসন চার্লস। শেই হোপের ২৩ রান এবং শেষের দিকে রেইফারের ২৪ এবং নার্সের ৯ বলে ২৪ রানের ঝড়ো ইনিংসে লড়াই করার পুঁজি পায় দলটি।


শেষ পর্যন্ত ২০ ওভার ব্যাটিং করে ৬ উইকেটের বিনিময়ে ১৬০ রান সংগ্রহ করে সাকিবরা। নাইট রাইডার্সের হয়ে দুইটি করে উইকেট নেন আলী খান, খ্যারি পিয়েরে এবং ক্রিস জর্ডান।


আগামী ১৩ অক্টোবর সিপিএলের ফাইনাল অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের অপরাজিত দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে খেলবেন সাকিব, হেলসরা।



সংক্ষিপ্ত স্কোরঃ


বার্বাডোজঃ ২০ ওভারে ১৬০/৬ (চার্লস ৩৫, নার্স ২৪*; আলী খান ২/৩৬, খ্যারি ২/২৫)। 


ত্রিনবাগোঃ ১৯.৩ ওভারে ১৪৮/১০ (প্রসন্ন ৫১, পোলার্ড ২৩; নার্স ২/১৪, রেইফার ২/১৩)। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball