promotional_ad

একাদশ নির্বাচনের নিয়ম বেধে দিচ্ছে বিসিবি

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


আসন্ন বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে একাদশ নির্বাচনে কিছু বাধ্যবাধকতা থাকছে। একাদশ নির্বাচনের নিয়ম বেধে দিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের ক্রিকেটকে উন্নতি করার স্বার্থেই নিয়মগুলো করা হচ্ছে বলে জানিয়েছেন বিসিবির পরিচালক মাহবুবুল আনাম।


বেশ কয়েক বছর ধরেই মানসম্মত লেগ স্পিনার হন্যে হয়ে খুঁজছে বিসিবি। লেগ স্পিনারদের উন্নতি না করার কারণও খুঁজে পেয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। প্রধান কারণ হিসেবে ঘরোয়া ক্রিকেটে লেগ স্পিনারদের সুযোগ না দেয়াকে চিহ্নিত করে বিসিবি।



promotional_ad

এ কারণে আসন্ন বিপিএলে প্রতিটি দলে একজন লেগ স্পিনার খেলানো এবং তাকে সম্পূর্ণ কোটার বোলিং করানোর নিয়ম করতে যাচ্ছে বিসিবি। কিছুদিন আগে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন বিপিএলে লেগ স্পিনার খেলানোর বাধ্যবাধকতা করার কথা বলেছিলেন।


বৃহস্পতিবার বিভিন্ন স্পন্সর কোম্পানির সঙ্গে মিটিং শেষ এমন নিয়মের কথা জানিয়েছেন মাহবুবুল আনামও। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু বিপিএলে আমরা কিছু বাধ্যবাধকতা দিয়ে দিব। আমরা লেগ স্পিনার খুঁজছি। যেহেতু আমাদের লেগ স্পিনার দরকার, তাই প্রতিটি দলে একজন লেগ স্পিনার খেলাতেই হবে এবং তাকে ৪ ওভার বোলিং দিতেই হবে।’


শুধু তাই নয়, প্রতিটি দলে একজন ১৪০ কিঃমিঃ গতিসম্পন্ন বোলার রাখার নিয়মও করতে যাচ্ছে বিসিবি। এতে করে দেশীয় ব্যাটসম্যানরা গতিময় বোলিংয়ের বিপক্ষে নিজেদের আরও উন্নত করতে পারবে বলে মনে করছেন বিসিবি কর্তারা। 



মাহবুবুল আনাম বলেন, ‘আমরা চাইব ১৪০ কিঃমিঃ গতির আন্তর্জাতিক ফাস্ট বোলার আনতে। আমাদের খেলোয়াড়রা যেন প্রতিটি বিভাগে উন্নতি করতে পারে সেটার ব্যবস্থা করছি আমরা।’


দেশের ক্রিকেটারদের উন্নতি করার লক্ষ্যেই বিপিএলের আয়োজন। সেখানে দেশের খেলোয়াড়দের কথাই বেশি চিন্তা করছে বিসিবি। বিপিএলে নিয়মগুলো বাস্তবায়ন করা হলে জুবায়ের হোসেন লিখন, রিশাদ হোসেন, মিনহাজুল আবেদীন আফ্রিদি, আমিনুল ইসলাম বিপ্লবের মতো লেগ স্পিনাররা আরও বেশি ম্যাচ খেলার সুযোগ পেতে যাচ্ছেন। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball