বাংলাদেশের সামনে মেন্ডিস-পেরেরার দেয়াল

ছবি: ছবি- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
শ্রীলঙ্কা 'এ' দলঃ ১৪৪/৩, ওভার- ৩১
কামিন্দু ৫৩*, পেরেরা ৩৯*; রনি ১/১৫, এবাদত ১/৩০

কামিন্দুর হাফ সেঞ্চুরিঃ ৮০ রানে তিন উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ 'এ' দল। কিন্তু স্বাগতিকদের ঢাল হয়ে উইকেটে থিতু হয়ে আছেন কামিন্দু মেন্ডিস। ধৈর্যশীল ব্যাটিং করে ইতোমধ্যে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি।
প্রিয়ামাল পেরেরার সঙ্গে পঞ্চাশ ছাড়ানো জুটি গড়ে দলকে বড় সংগ্রহের আভাস দিচ্ছেন তিনি। তাঁকে দারুণ সঙ্গ দিচ্ছেন পেরেরা। তিনি ব্যাটিং করছেন ৩৯ রানে। আর এই দুই ব্যাটসম্যানই বাংলাদেশের বোলারদের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন এই দুইজন।
উইকেটের খোঁজে আবু জায়েদ রাহি, সানজামুল হকরা। ৩১ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ১৪৪ রান, ৩ উইকেটের বিনিময়ে।
দুই উইকেট তুলে নিলেন রনি-এবাদতঃ শ্রীলঙ্কা 'এ' দলের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টস জিতে বোলিং করছে বাংলাদেশ 'এ' দল। স্বাগতিকদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানালে ভালো শুরুর আভাস দেন দুই ওপেনার পাথুম নিশাঙ্কা এবং লাহিরু উদারা।
এই দুই ব্যাটসম্যানকে বেশিক্ষণ উইকেটে টিকতে দেননি বাংলাদেশ 'এ' দলের দুই পেসার আবু হায়দার রনি এবং এবাদত হোসেন। দলীয় ২৮ রানে ১৫ রান করা নিশাঙ্কাকে সাজঘরে ফেরান রনি।
এরপর লঙ্কান শিবিরে দ্বিতীয় আঘাত হানেন এবাদত। আরেক ওপেনার উদারা বড় ইনিংস খেলার লক্ষ্যে উইকেটে থিতু হয়ে ব্যাটিং করছিলেন। কিন্তু ২৩ রানে তাঁকে থামিয়ে দেন এবাদত।
বর্তমানে উইকেটে রয়েছেন তিনে নামা কামিন্দু মেন্ডিস, যিনি ব্যাটিং করছেন ২৮ রানে। তাঁকে সঙ্গ দিচ্ছেন অধিনায়ক আশান প্রিয়াঞ্জান। ১৯ ওভার শেষে শ্রীলঙ্কা 'এ' দলের সংগ্রহ ২ উইকেটের বিনিময়ে ৭৮ রান।