শিরোপা ছোঁয়াতেই সান্ত্বনা মুমিনুল-মার্শালদের!

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
১০ অক্টোবর (বৃহস্পতিবার) শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। বুধবার (৯ অক্টোবর) মিরপুরে উন্মোচিত হয়েছে প্রথম শ্রেণির এই টুর্নামেন্টের শিরোপা। ঢাকা মেট্রোর অধিনায়ক মার্শাল আইয়ুব এবং চট্টগ্রাম বিভাগের অধিনায়ক মুমিনুল হক জাতীয় লিগের শিরোপা উন্মোচন করেন।
যদিও এই দুই দলের কারোর এবারের জাতীয় লিগের শিরোপা ঘরে তোলার সুযোগ নেই। পুরো টুর্নামেন্টে বাকি দলগুলোর তুলনায় ভালো ক্রিকেট খেললেও শিরোপা জিতবে না মুমিনুলের চট্টগ্রাম এবং মার্শালের ঢাকা মেট্রো।
কারণ, এবারের জাতীয় লিগে দুই দলই রয়েছে দ্বিতীয় স্তরে। এখানে সর্বোচ্চ ভালো ক্রিকেট খেললে আগামী আসরে প্রথম স্তরে জায়গা পাবে তারা। তখন শিরোপা ঘরে তোলার সম্ভাবনা থাকবে মুমিনুল কিংবা মার্শাল আইয়ুবদের।

এবারের আসরে কোনোভাবেই শিরোপা জেতা সম্ভব নয় তাঁদের। যে কারণে শিরোপা ছুঁয়েই শান্তি নিতে হচ্ছে ঢাকা মেট্রো এবং চট্টগ্রামকে। পরবর্তী আসরের প্রথম স্তরে খেলে শিরোপা ঘরে তোলার জন্য নিজেদের তৈরি করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ দুই দলের অধিনায়ক।
শিরোপা উন্মোচনের সময় চট্টগ্রামের অধিনায়ক মুমিনুল বলেন, ‘শিরোপা জয়ের সুযোগ থাকবো না কেন? এবার না পারলে পরের বছর পারব। এ বছর আমাদের লক্ষ্য প্রথম স্তরে ওঠা, এরপর শিরোপা নেয়া।’
ঢাকা মেট্রোর অধিনায়ক মার্শাল বলেন, ‘আসলে একটা দল যখন টুর্নামেন্ট খেলতে আসে, ওদের লক্ষ্যই থাকে চ্যাম্পিয়ন হওয়া। আমাদের লক্ষ্য হচ্ছে প্রথম স্তরে যাওয়া।’
বৃহস্পতিবার চারটি ম্যাচ দিয়ে শুরু হবে এবারের জাতীয় লিগ। প্রথম স্তরের ম্যাচে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে রাজশাহীর বিপক্ষে লড়বে ঢাকা বিভাগ এবং খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে রংপুরের মুখোমুখি হবে খুলনা।
দ্বিতীয় স্তরের ম্যাচে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে বরিশালের মুখোমুখি হবে সিলেট এবং মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে ঢাকা মেট্রো লড়বে চট্টগ্রামের বিপক্ষে।