তামিমের সঙ্গ পাওয়া তরুণদের জন্য বড় ব্যাপারঃ আফতাব

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটার প্রথম শ্রেণির ক্রিকেট খেলেন না বললেই চলে। তাই তরুণ ক্রিকেটাররা অভিজ্ঞদের সান্নিধ্য থেকে বঞ্চিত হয়। দীর্ঘ চার বছর পর জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) খেলতে যাচ্ছেন তামিম ইকবাল। এতে চট্টগ্রাম বিভাগের হয়ে খেলা তরুণ ক্রিকেটাররা তামিমের সঙ্গে ড্রেসিং রুম ভাগাভাগি করার সুযোগ পাচ্ছেন।
এমনকি অনেকে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকেই পেতে যাচ্ছেন তামিমের সান্নিধ্য। এটাকে তরুণ ক্রিকেটারদের জন্য অনেক বড় পাওয়া বলে মনে করছেন চট্টগ্রাম বিভাগের কোচ আফতাব আহমেদ।
২০১৫ সালের অক্টোবরে শেষবারের মতো জাতীয় লিগ খেলেন তামিম। ভারত সফরকে সামনে রেখে এবারের জাতীয় লিগে যোগ দিচ্ছেন তিনি। তামিমকে দলে পেয়ে বেশ উচ্ছ্বসিত চট্টগ্রাম বিভাগের ক্রিকেটাররা।

চট্টগ্রাম বিভাগের প্রধান কোচের দায়িত্বে থাকা আফতাব বলেন, ‘এটা অনেক বড় পাওয়া। কালকে সম্ভবত আমাদের ৪-৫ জনের অভিষেক হবে। যাদের অভিষেক হবে, তারা তামিম ইকবালের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করবে, এটার চেয়ে বড় ব্যাপার আর কিছু হতে পারে না।’
‘আরেকটা কথা হচ্ছে অনেক দিন পর ও আসছে। ও ভালো কিছু করার জন্যই এসেছে আশা করি। তাহলে চট্টগ্রামের জন্য ভালো হবে। আমাদের ক্রিকেটারদের জন্যও ভালো হবে। আমরা তামিমকে নিয়ে অনেক রোমাঞ্চিত।’
শুধু তামিম নন, এবারের জাতীয় লিগে খেলবেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদের মতো তারকা ক্রিকেটার। জাতীয় দলের অভিজ্ঞ এই ক্রিকেটারদের জাতীয় লিগে পাওয়ায় বেশ উৎফুল্ল দলগুলোর ক্রিকেটাররা।
রাজশাহী বিভাগের হয়ে খেলবেন জাতীয় দলের অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিক। অলরাউন্ডার মাহমুদউল্লাহ খেলবেন ঢাকা মেট্রোর হয়ে।
জাতীয় লিগে মাহমুদউল্লাহর উপস্থিতি তরুণদের জন্য অনুপ্রেরণা হবে বলে মনে করেন ঢাকা মেট্রোর বাঁহাতি স্পিনার ইলিয়াস সানি। তিনি বলেন, ‘যখন আন্তর্জাতিক ক্রিকেটের একজন পারফরমার ঘরোয়া ক্রিকেটে আসে, তখন এর অনেক বড় একটি প্রভাব পড়ে।
গত বছর সে আমাদের সাথে ছিল না, এবার আছে। এটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। আমরা এবার পরিকল্পনা করেছি অন্যভাবে। আমরা ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যেতে চাই। এবারের মূল লক্ষ্য প্রথম স্তরে উঠবো।’
২০১৫ সালের অক্টোবরে শেষবারের মতো জাতীয় লিগ খেলেন মাহমুদউল্লাহ। উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিক ২০১৭ সালের ডিসেম্বরে শেষবারের মতো জাতীয় লিগ খেলেছেন।