promotional_ad

বাদ পড়াতেও সান্ত্বনা খুঁজে পান মিরাজ

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বাংলাদেশ দলের নিয়মিত সদস্য মেহেদী হাসান মিরাজ। কিন্তু গত সেপ্তেম্বরে ঘরের মাঠে অনুষ্ঠিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের দলে রাখা হয়নি এই অলরাউন্ডারকে। এতে হতাশ না হলেও দল থেকে বাদ পড়ার ইতিবাচক দিক খুঁজে নিজেকে সান্ত্বনা দিচ্ছেন মিরাজ।


জাতীয় দল থেকে বাদ পড়ে 'এ' দলের হয়ে শ্রীলঙ্কা সফরে যান তরুণ এই ক্রিকেটার। সেখানে দুটি চারদিনের ম্যাচ খেলেছেন মিরাজ। ব্যাটে-বলে অলরাউন্ডিং পারফরম্যান্সে নিজের সামর্থ্যের প্রমাণ আরও একবার দিয়েছেন তিনি।


নভেম্বরে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের মিশন শুরু করবে বাংলাদেশ। সেই চিন্তা মাথায় রেখেই তাঁকে জাতীয় দল থেকে বাদ দিয়ে 'এ' দলের হয়ে চারদিনের ম্যাচ খেলতে পাঠানো হয়েছে, ধারণা মিরাজের।



promotional_ad

গুরুত্বপূর্ণ সিরিজের আগে এমন একটি প্রস্তুতি খুব প্রয়োজন ছিল তাঁর। নিজের বোলিংকে শাণিত করার অপেক্ষায় ছিলেন মিরাজ। লঙ্কানদের বিপক্ষে বোলিংয়ের ধার বাড়িয়েও এসেছেন বলে মনে করছেন এই অফ স্পিনার।


শ্রীলঙ্কায় দুটি চারদিনের ম্যাচে ১২ উইকেট নেয়া মিরাজ বলেন, 'আমার কাছে মনে হয় লাল বলে ফোকাসটা বেশি দিতে হবে। কারণ সামনে আমাদের অনেক টেস্ট ম্যাচ আছে। আর আমিও বিগত কয়েকটি টেস্ট ম্যাচে ভালোভাবে বোলিং করতে পারছিলাম না, এলোমেলো হচ্ছিল।'


'আমার কাছে মনে হয় এটা আমার জন্য বড় অনুপ্রেরণা। সামনে টেস্ট ম্যাচ আছে, সেখানে যেন ভালোভাবে ফিরে আসতে পারি সেজন্য হয়তো আমাকে চিন্তা করেছে। আমি নিজেকে আরও পরিণত করতে চাচ্ছি সামনে ভালো কিছু করার জন্য।' যোগ করেন দেশের হয়ে ২০ টেস্ট খেলা মিরাজ।


বাংলাদেশের হয়ে ৩৮ ওয়ানডে এবং ১৩ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মিরাজ। সাদা বলের ক্রিকেটে দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তিনি। কিন্তু ত্রিদেশীয় সিরিজ থেকে বাদ পড়ায় ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে মিরাজের সুযোগ পাওয়ার শঙ্কা থেকেই যাচ্ছে।



ডানহাতি এই তরুণ অলরাউন্ডার ভাবছেন না এসব নিয়ে। দলের ওপর সব সিদ্ধান্ত ছেড়ে দিয়েছেন তিনি। তবে নিজেকে সব ফরম্যাটের ক্রিকেটের জন্য মানসিকভাবে প্রস্তুত রাখবেন ২১ বছর বয়সী মিরাজ।


তাঁর ভাষায়, 'এখন আমার থেকে টিম ম্যানেজমেন্ট ভালো বুঝবে আমার কোথায় খেলা উচিত। তারা যে সিদ্ধান্ত নেবে সেটার ওপর স্থির থাকতে হবে। তারা হয়তো চিন্তা করছে আমাকে টেস্ট ক্রিকেটে ভালো করতে হলে এখানে আরও সময় দিতে হবে। আমি সব সময় প্রস্তুত সব ক্রিকেট খেলার জন্য। আমি সেভাবে মানসিকভাবে প্রস্তুতি নেব।'


আপাতত জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ব্যস্ত সময় কাটাবেন মিরাজ। খুলনা বিভাগের হয়ে খেলবেন এই অলরাউন্ডার। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball