একতা নেই দক্ষিণ আফ্রিকার দলে!

ছবি: ছবি- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
দক্ষিণ আফ্রিকা দলে একতার অভাব অনুভব করছেন দলটির সাবেক ক্রিকেটার জন্টি রোডস। প্রোটিয়াদের সাম্প্রতিক পারফরম্যান্সে এমনটা মনে হয়েছে সাবেক এই তারকার।
এবি ডি ভিলিয়ার্স, হাসিম আমলা, ডেল স্টেইনের অবসরের পর দক্ষিণ আফ্রিকা দলে অভিজ্ঞতার অভাব দেখা দিয়েছে। এমনকি বর্তমান কোচিং স্টাফরাও স্থায়ী নয়। এমন পরিস্থিতিতে দলের ঐক্যবদ্ধতায় ফাটল ধরাই স্বাভাবিক।

দক্ষিণ আফ্রিকার হয়ে ৫২ টেস্ট এবং ২৪৫ ওয়ানডে খেলা রোডস বলেন, ‘স্টেইন, আমলা কিংবা ডি ভিলিয়ার্সের জায়গা পূরণ করা অনেক কঠিন। আমাদের দলে ভালো ফাস্ট বোলার আছে। দক্ষতা সম্পন্ন ভালো খেলোয়াড় আছে। কিন্তু তারা এগুলো আগে করেছে? না। দক্ষিণ আফ্রিকা অভিজ্ঞতার অভাব বোধ করছে এবং তারা নতুন টিম ম্যানেজমেন্ট তৈরি করেছে।’
‘আমি যদি বলি দক্ষিণ আফ্রিকা দলে একতা নেই, তাহলে অনেক দক্ষিণ আফ্রিকান আমার দিকে কামান তাক করবে। আমি বলতে চাচ্ছি অভিজ্ঞ খেলোয়াড় নেই, আমাদের কোচিং স্টাফও নেই। যেটা আছে সেটা অন্তর্বর্তীকালীন।’ যোগ করেন তিনি।
ইংল্যান্ড বিশ্বকাপ থেকে খারাপ সময় কাটাচ্ছে ক্রিকেট বিশ্বের অন্যতম শক্তিশালী দল দক্ষিণ আফ্রিকা। আট ম্যাচে তিনটিতে জয় পায় ফাফ ডু প্লেসির নেতৃত্বাধীন দলটি।
ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের মিশন শুরু করেছে প্রোটিয়ারা। এখানেও ভালো করতে পারছে দলটি। সিরিজের প্রথম টেস্টে ২০৩ রানে হেরে গেছে দক্ষিণ আফ্রিকা।