মাঠেই আম্পায়ারের মৃত্যু!

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
খেলার মাঠে ক্রিকেটার কিংবা আম্পায়ারের মৃত্যুর ঘটনা আগেও ঘটেছে। সোমবার এমনই এক ঘটনা ঘটেছে পাকিস্তানে। মাঠেই শেষ নিশ্বাসও ত্যাগ করেছেন পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ, স্বনামধন্য আম্পায়ার নাসিম শেখ।
সোমবার করাচির গুলবার্গ এলাকার টিএমসি মাঠে লইয়ার্স টুর্নামেন্টের একটি ম্যাচে আম্পায়ারিং করছিলেন ৫৬ বছর বয়সী নাসিম। ম্যাচ চলাকালীনই হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

এরপর দ্রুত তাঁকে অ্যাম্বুলেন্সে করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে যাওয়ার পথেই মারা যান নাসিম। হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
হার্ট অ্যাটাক করে মারা যান আম্পায়ার নাসিম, নিশ্চিত করেছেন স্থানীয় হাসপাতালের চিকিৎসকরা। বেশ কিছুদিন ধরেই হৃদপিন্ডের সমস্যায় ভুগছিলেন তিনি। বছরের শুরুতে এনজিওগ্রাফিও করানো হয় তাঁর।
ম্যাচ চলাকালীন আম্পায়ারের মৃত্যু চলতি বছর আরেকটি ঘটেছে। গত ১৩ জুলাই ট্রিলিটে পেমব্রোকেশায়ার ও নরবার্থের মধ্যে ওয়েলসের সেকেন্ড ডিভিশন লিগ ম্যাচে মাথায় বলের আঘাত পান ৮০ বছর বয়সী অভিজ্ঞ আম্পায়ার জন উইলিয়ামস।
কার্ডিফের ইউনিভার্সিটি অফ ওয়েলস হাসপাতালে পাঠানো হয় তাঁকে। সেখানে দীর্ঘ এক মাস মৃত্যুর সঙ্গে লড়াই চালানোর পর ১৬ আগস্ট হার মানেন জন।
২০১৪ সালের নভেম্বরে মাথায় বলের আঘাতে মৃত্যু হয়েছিল অজি তারকা ব্যাটসম্যান ফিল হিউজের। শেফিল্ড শিল্ডে সিয়ান অ্যাবটের বাউন্সারে মাথায় চোট পেয়ে অজি তারকা ফিল হিউজের মৃত্যু ঘটনা ক্রিকেট বিশ্বে সাড়া ফেলে দেয়।