promotional_ad

সবদিকে ঘাটতি ছিল আমাদেরঃ মিসবাহ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে এক ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতেছে সফরকারী শ্রীলঙ্কা। সিরিজের দ্বিতীয় ম্যাচে লঙ্কান ব্যাটসম্যান এবং বোলারদের সামনে তেমন সুবিধা করতে পারেননি পাকিস্তানের খেলোয়াড়রা। 


৩৫ রানের এই পরাজয়ের পর পাকিস্তানের প্রধান কোচ মিসবাহ উল হক নিজেদের দোষ স্বীকার করে নিয়েছেন অকপটেই। একই সঙ্গে এই পরাজয়কে একটি সতর্কবার্তা হিসেবে দেখছেন তিনি। 



promotional_ad

সিরিজে পরাজয়ের পর মিসবাহ বলেন, ;পরাজয় কখনোই ভালো নয়, বিশেষ করে এমন একটি দলের বিপক্ষে যাদের প্রধান খেলোয়াড়রা নেই। এটি আসলে আমাদের জন্য চোখ খুলে দেয়ার ম্যাচ। প্রত্যেকটি ডিপার্টমেন্টে আমাদের ঘাটতি ছিল। আমরা স্পিনের বিপক্ষে বাজেভাবে পরাস্ত হয়েছি এবং আমাদের ডেথ ওভারের বোলিংও খারাপ হয়েছে।'


২০০৯ সালের পর এই প্রথমবারের মতো পাকিস্তান সফরে গিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। নিরাপত্তার কারণ দেখিয়ে সফর থেকে সরে দাঁড়ান অ্যাঞ্জেলো ম্যাথুস, লাসিথ মালিঙ্গাসহ দশজন খেলোয়াড়। তুলনামুলক কম শক্তির দল নিয়ে পাকিস্তান সফরে যেতে হয়েছে লঙ্কানদের। এই দলটির বিপক্ষেও জিততে ব্যর্থ হয়েছে সরফরাজ আহমেদের নেতৃত্বাধীন পাকিস্তান। 


নিজেদের ব্যর্থতার দায় মাথায় নিয়ে কোচ মিসবাহ বলেন, 'দুই দলের মধ্যে পরিষ্কার একটি পার্থক্য ছিল। অনভিজ্ঞতা থাকা সত্ত্বেও, তারা ছিল নিয়মনিষ্ঠ এবং প্রত্যেকটি কাজ ঠিক করেছে। কিন্তু আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পুরোপুরি ব্যর্থ হয়েছি।'



শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজে ২-০তে জয় লাভ করেছে স্বাগতিক পাকিস্তান। ওয়ানডেতে নিজেদের সামর্থ্যের প্রমাণ দেখাতে পারলেও টি-টোয়েন্টি সিরিজে লঙ্কানদের কাছে নাস্তানাবুদ হয়েছে তারা। বুধবার সিরিজের শেষ টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে মাঠে নামবে পাকিস্তান। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball