ঘরের মাঠে হোয়াইটওয়াশের লজ্জায় সানজিদারা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারত নারী 'এ' দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচ হেরেছে বাংলাদেশ নারী 'এ' দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সফরকারীদের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে শায়েলা শারমিনের দল।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টানা তিনটিতে হেরে হোয়াইটওয়াশের লজ্জা মেনে নিতে হয়েছে স্বাগতিকদের। প্রথম ম্যাচে ৮ উইকেটে এবং দ্বিতীয় ম্যাচে ৬৮ রানের ব্যবধানে হারে সানজিদা ইসলাম, ফারজানা হকরা।
মঙ্গলবার এদিন আগে ব্যাটিং করে সফরকারীদের ১২৯ রানের লক্ষ্য দেয় বাংলাদেশের মেয়েরা। ৫০ ওভারের ম্যাচে স্বল্প রানের এই লক্ষ্যে সহজেই পৌঁছে যায় ভারতের মেয়েরা। ৩৯.২ ওভারে জয় তুলে নেয় সফরকারী দলটি।
ইনিংসের শুরুতে ভারতের ২ উইকেট তুলে নিতে সক্ষম হয় বাংলাদেশের মেয়েরা। ২৫ রানে ভারতের প্রথম উইকেট তুলে নিয়ে দলকে স্বস্তি দেন লেগ স্পিনার খাদিজাতুল কুবরা। এরপর ৩৭ রানে দ্বিতীয় উইকেট তুলে নেন বাংলাদেশের অধিনায়ক শায়েলা শারমিন।

ওপেনার ইয়াস্তিকা ভাটিয়া এবং চারে নামা দেবিকার পঞ্চাশ ছাড়ানো জুটিতে জয়ের কাছে পৌঁছে যায় সফরকারী দল। ইয়াস্তিকা ৪৮ রানে রানআউট হয়ে ফিরলেও ৪২ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন দেবিকা। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন শায়েলা এবং খাদিজা।
টস জিতে এদিন ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়ানোর জন্য আগে ব্যাটিং করে ভারতের সামনে বড় লক্ষ্য ছুঁড়ে দেয়ার পরিকল্পনা ছিল স্বাগতিকদের। কিন্তু পরিকল্পনা কাজ করেনি তাদের।
ব্যাটসম্যানদের ব্যাটিং ব্যর্থতায় ১২৮ রানেই অলআউট হয়েছে বাংলাদেশ। দলের দুই ব্যাটসম্যানই বাংলাদেশের হয়ে রান করেছেন। ওপেনার মুরশিদা খাতুন ৩৩ রানের ইনিংস খেলে আউট হলে দলের হাল ধরে সানজিদা ইসলাম।
বাকি ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মাঝে একপ্রান্ত আগলে রাখেন সানজিদা। একাই লড়াই করে দলের খাতায় বড় রান যোগ করার লক্ষ্যে ব্যাটিং করে যান তিনি। কিন্তু তাঁকে সঙ্গ দিতে পারেননি দলের আর কোনো ব্যাটসম্যান।
৪৪ রানে অপরাজিত ছিলেন চারে নামা সানজিদা। শেষ পর্যন্ত ৪৪.৪ ওভার ব্যাটিং করে বাংলাদেশের মেয়েরা। ভারতের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন তনুশ্রী সরকার এবং রাশি কানোজিয়া। দুইজনে তিনটি করে উইকেট নিয়েছেন। দেবিকা নিয়েছেন দুটি উইকেট এবং একটি উইকেট পেয়েছেন সুশ্রী।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ নারী 'এ' দলঃ ৪৪.৪ ওভারে ১২৮/১০ (সানজিদা ৪৪*, মুরশিদা ৩৩; তনুশ্রী ৩/১৭, রাশি ৩/২২)
ভারত নারী 'এ' দলঃ ৩৯.২ ওভারে ১৩২/৩ (ইয়াস্তিকা ৪৮, দেবিকা ৪২*; খাদিজা ১/২২, শায়েলা ১/৩২)