নিজেকে সৌভাগ্যবান মনে করছেন অশ্বিন

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
ক্যারিয়ারের ৬৬তম টেস্টে খেলতে নেমে ৩৫০তম উইকেটের দেখা পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। এতে লঙ্কান কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরনের দারুণ একটি রেকর্ডে ভাগ বসিয়েছেন ভারতীয় ডানহাতি এই অফ স্পিনার।
টেস্ট ক্রিকেট ইতিহাসের দ্রুততম ৩৫০ উইকেট দখলের রেকর্ডে মুরালিধরনকে ছুঁয়েছেন ভারতের অশ্বিন। দুজনই ক্যারিয়ারের ৬৬তম ম্যাচে এসে ৩৫০ উইকেটের শিকারের কীর্তি গড়েন।

দারুণ এই রেকর্ড গড়ে অশ্বিন নিজেকে সৌভাগ্যবান মনে করছেন। নিজের বোলিংয়ের উন্নতির জন্য সবসময় একটি প্রক্রিয়ার মধ্যে লেগে থাকেন এই স্পিনার। এরই সুফল পেয়েছেন বলে জানালেন অশ্বিন।
ভারতের তারকা এই স্পিনার বলেন, ‘লম্বা সময় খেলার পর এমন কীর্তি গড়া যায় এবং এই জিনিসগুলো পরিকল্পনা করে করা যায় না। আমি আমার ক্যারিয়ারে অনেক সৌভাগ্যবান যে এমন রেকর্ড ছুঁতে পেরেছি। সবচেয়ে জরুরী হচ্ছে প্রতিদিন একটি প্রক্রিয়ার মধ্যে লেগে থাকা এবং যতটা সম্ভব বেসিকটা ধরে রাখা।’
মুরালিধরনের রেকর্ডে ভাগ বসাতে ৮ উইকেট দরকার ছিল অশ্বিনের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৭ উইকেট নিয়ে রেকর্ডের খুব কাছে পৌঁছে যান তিনি। রবিবার দ্বিতীয় ইনিংসে ডি ব্রুইনেকে তুলে নিয়ে ৩৫০তম উইকেটের দেখা পেয়ে যান অশ্বিন।
দ্রুততম বোলার হিসেবে এই রেকর্ডে মুরালিধরনকে ছুঁলেও ইনিংস হিসেবে লঙ্কান কিংবদন্তির চেয়ে পিছিয়ে অশ্বিন। ৩৫০ উইকেটের দেখা পেতে মুরালিধরনের লেগেছিল ১০৬ ইনিংস। অশ্বিনের লেগেছে ১২৪ ইনিংস।