promotional_ad

মুরালিধরনের পাশে অশ্বিন

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশাখাপত্নম টেস্টের পঞ্চম দিন খেলতে নেমে শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরনের পাশে উঠে এসেছেন ভারতের ৩৩ বছর বয়সী অফস্পিনার রবিচন্দ্র অশ্বিন। 


টেস্টে দ্রুততম সময়ে ৩৫০ উইকেট শিকার করা দ্বিতীয় বোলার এখন এই তারকা স্পিনার। ২০০১ সালে বাংলাদেশের বিপক্ষে নিজের ৬৬তম টেস্টে ৩৫০ উইকেটের মাইলফলকে পা রাখেন মুরালিধরন। এবার সমান সংখ্যক ম্যাচ খেলে এই কীর্তি গড়লেন অশ্বিন।   



promotional_ad

আজ মাঠে নেমে ১১তম ওভারের পঞ্চম বলে দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডার ব্যাটসম্যান থিউনিস ডি ব্রুইনকে বোল্ড করেন অশ্বিন। আর এরই সঙ্গে ৩৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি। এর আগে প্রথম ইনিংসে ১৪৫ রান খরচায় ৭ উইকেট নিয়ে প্রোটিয়া শিবিরে ধ্বস নামান এই অফ স্পিনার। 


মুরালিধরনের পাশে উঠে আসার পাশাপাশি স্বদেশী অনিল কুম্বলেকেও টপকে গেছেন অশ্বিন। ৩৫০ উইকেট নিতে সাবেক এই স্পিনার খেলেন ৭৭টি টেস্ট। যেখানে ১১ ম্যাচ কম খেলেই মাইলফলকে পা রাখলেন অশ্বিন।   


টেস্ট ছাড়া ওয়ানডেতেও দারুণ পরিসংখ্যান অশ্বিনের। বল হাতে ১১১ ওয়ানডেতে ১৫০ উইকেটের মালিক তিনি। আর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪৬ ম্যাচে ৫২ উইকেট রয়েছে তাঁর। 



শুধু বল হাতেই নয়, ব্যাটিংয়েও পারদর্শী অভিজ্ঞ এই ক্রিকেটার। টেস্টে ৬৬ ম্যাচে ৪টি সেঞ্চুরি এবং ১১টি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। আর ওয়ানডেতে একটি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball