promotional_ad

রোহিতের রেকর্ডের দিনে ভারতের আধিপত্য

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশাখাপত্নম টেস্টে আধিপত্য বজায় রেখেছে স্বাগতিক ভারত। টেস্টের চতুর্থ দিন ৪ উইকেটে ৩২৩ রানে ইনিংস ঘোষণা করে বিরাট কোহলির দল। ফলে দক্ষিণ আফ্রিকার সামনে জয়ের জন্য লক্ষ্য নির্ধারিত হয় ৩৯৫ রানের। 


বিশাল এই লক্ষ্যে খেলতে নেমে দলীয় ৪ রানের মাথায় প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ডিন এলগারকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন রবীন্দ্র জাদেজা। ২ রান করে এলগারের বিদায়ের পর এইডেন মার্করাম এবং থিউনিস ডি ব্রুইনের ব্যাটে আর উইকেট না হারিয়ে ১১ রানে খেলা শেষ করে দক্ষিণ আফ্রিকা। পঞ্চম দিন মার্করাম ১ এবং ডি ব্রুইন ৫ রান নিয়ে খেলতে নামবেন।  


আজ সকালে ৮ উইকেটে ৩৮৫ রান নিয়ে খেলা শুরু করার পর খুব বেশিদূর এগোতে পারেনি সফরকারীরা। ভারতের দারুণ বোলিংয়ের সামনে ৪৩১ রানে অলআউট হয় তারা। ১৪৫ রান খরচায় ৭ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইন আপে ধ্বস নামান অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্র অশ্বিন।


৩৮৫ রানে গুটিয়ে যাওয়ায় ৭১ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করার সুযোগ পায় ভারত। এরপর খেলতে নেমে রোহিত শর্মার অনবদ্য সেঞ্চুরিতে ৪ উইকেটে ৩২৩ রান নিয়ে ইনিংস ঘোষণা করে ভারত। টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো ওপেন করতে নেমে দুই ইনিংসে সেঞ্চুরি করার কীর্তি গড়েন রোহিত। 



promotional_ad

প্রথম ইনিংসে ১৭৬ রান করার পর দ্বিতীয় ইনিংসে ১২৭ রান করেন তিনি। আর এরই সঙ্গে জায়গা করে নেন রেকর্ড বুকে। শুধু তাই নয়, এক টেস্টে সর্বোচ্চ ছক্কা হাঁকানো প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবেও নাম লেখান রোহিত। চলমান টেস্টে সবমিলিয়ে ১০টি ছয় মেরেছেন এই টপ অর্ডার ব্যাটসম্যান। ফলে সাবেক ব্যাটসম্যান নভজৎ সিং সিধুর ৮টি ছয়ের রেকর্ড টপকে গেছেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে এক টেস্টে ৮ ছয় মারেন সিধু। 


রোহিত ছাড়াও ৮১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন তিন নম্বরে নামা ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা। আর ইনিংস ঘোষণার আগে অধিনায়ক কোহলি ৩১ এবং ডানহাতি ব্যাটসম্যান আজিঙ্কা রাহানে ২৭ রানে অপরাজিত থাকেন। প্রোটিয়াদের পক্ষে ১২৯ রানে ২ উইকেট শিকার করেন স্পিনার কেশব মহারাজ। আর একটি করে উইকেট পান ভারনন ফিল্যান্ডার এবং কাগিসো রাবাদা। 


এর আগে তৃতীয় দিন ৮ উইকেটে ৩৮৫ রান নিয়ে খেলা শেষ করে ফাফ ডু প্লেসির দক্ষিণ আফ্রিকা। এই রান করার পেছনে মুখ্য ভূমিকা পালন করেছেন দুই সেঞ্চুরিয়ান ডিন এলগার এবং কুইন্টন ডি কক। ১৬০ রানের অনবদ্য ইনিংস উপহার দিয়েছেন ওপেনার এলগার। আর উইকেট রক্ষক ব্যাটসম্যান ডি কক খেলেন ১১১ রানের ইনিংস। 


টেস্টের প্রথম ইনিংসে মায়াঙ্ক আগারওয়ালের ডাবল সেঞ্চুরি এবং রোহিত শর্মার সেঞ্চুরিতে ৭ উইকেটে ৫০২ রানে ইনিংস ঘোষণা করে ভারত। এই দুই ব্যাটসম্যান ছাড়া ৩০ রানে অপরাজিত থাকেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। দক্ষিণ আফ্রিকার পক্ষে বল হাতে ১৮৯ রান খরচায় ৩ উইকেট নেন স্পিনার কেশব মহারাজ। আর একটি করে উইকেট পান ভারনন ফিল্যান্ডার, ডেন পিয়েডট, সিনুরান মুতুসামি এবং ডিন এলগার।  


সংক্ষিপ্ত স্কোর: (চতুর্থ দিন শেষে)



ভারত প্রথম ইনিংসঃ ৫০২/৭ (১৩৬ ওভার) (ডিক্লে) (আগারওয়াল-২১৫,  রোহিত ১৭৬; মহারাজ-৩/১৮৯, এলগার- ১/৪)    

দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসঃ ৪৩১/১০ (১৩১.২ ওভার) (এলগার-১৬০, ডি কক-১১১; অশ্বিন-৭/১৪৫, জাদেজা-২/১২৪)


ভারত দ্বিতীয় ইনিংসঃ ৩২৩/৪ (৬৭ ওভার) (ডিক্লে) (রোহিত-১২৭, পূজারা-৮১; মহারাজ-২/১২৯, ফিল্যান্ডার-১/২১) 


দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসঃ  ১১/১ (৯ ওভার) (ব্রুইন-৫*, মার্করাম-১*' জাদেজা- ১/২, অশ্বিন-০/৭) 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball