খেলা উপভোগই মূলমন্ত্র অশ্বিনের
ছবি: ছবিঃ বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের স্পিনারদের মধ্যে কাউন্টিতে খেলার অভিজ্ঞতা আছে রবিচন্দ্রন অশ্বিনের। দেশের হয়ে বা কাউন্টিতে যেখানেই হোক না কেন, নিজের খেলাটাকে উপভোগ করে যেতে চান ৩৩ বছর বয়সী এই ডান হাতি স্পিনার।
বিশাখাপত্তমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্টে পাঁচ উইকেট পেয়েছেন ইংলিশ কাউন্টিতে নটিংহামশায়ারের হয়ে খেলা এই স্পিনার।

অফ স্পিন ছেড়ে লেগ স্পিনার বনে যাওয়া অশ্বিন বলেন, 'আমি যেখানেই খেলি, সেখানে ভালো করাটা গুরুত্বপূর্ণ। যত জায়গায় খেলা সম্ভব, আমি চেষ্টা করি খেলতে। সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আমি সব জায়গায় খেলতে উপভোগ করি।
ভারতের হয়ে খেলাটা সবসময় বিশেষ কিছু। পাঁচ উইকেট পেতে সবারই ভালো লাগে। যেখানেই খেলি (কাউন্টি বা দেশের হয়ে), আমি চেষ্টা করি উপভোগ করতে।'
চলমান টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে ভারত সাত উইকেটে ৫০২ রান তুলে ইনিংস ঘোষণা করে। জবাবে ব্যাটিং করতে নেমে নিজেদের প্রথম ইনিংস প্রোটিয়ারা সংগ্রহ করেছে আট উইকেটে ৩৮৫ রান। সেঞ্চুরি পেয়েছেন ডিন এলগার এবং কুইন্টন ডি কক।
এলগার প্রসঙ্গে অশ্বিন বলেন, 'ডিন এলগার কেমন ক্রিকেটার এটা আমরা সবাই জানি, সে দারুণ একটি শতক হাঁকিয়েছে। তার বিপক্ষে চ্যালেঞ্জ করে আমি উপভোগ করেছি। এলগার সাড়া দুনিয়ায় রান পেয়েছে। প্রতিপক্ষ হিসেবে সে দারুণ।'