promotional_ad

দক্ষিণ আফ্রিকার ত্রাণকর্তা এলগার-ডি কক

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ভারতের বিপক্ষে প্রথম টেস্টে দারুণ লড়াই চালিয়ে যাচ্ছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। বিশাখাপত্নমে অনুষ্ঠিত প্রথম টেস্টের তৃতীয় দিন ৮ উইকেটে ৩৮৫ রান নিয়ে খেলা শেষ করেছে ফাফ ডু প্লেসির দল। ভারতের চেয়ে ১১৭ রানে পিছিয়ে আছে তারা।


৩ উইকেটে ৩৯ রান নিয়ে দিনের খেলা শুরু করার পর ৬৩ রানের মাথায় টেম্বা বাভুমাকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন ইশান্ত শর্মা। ১৮ রান করে বাভুমার বিদায়ে দক্ষিণ আফ্রিকার ত্রাণকর্তার ভূমিকায় অবতীর্ণ হন ওপেনার ডিন এলগার এবং অধিনায়ক ফাফ ডু প্লেসি। পঞ্চম উইকেটে ১১৫ রানের জুটি গড়ে দলকে বিপদমুক্ত করেন তারা। 


রবিচন্দ্র অশ্বিনের বলে চেতেশ্বর পূজারার হাতে ক্যাচ দিয়ে আউট হওয়ার আগে ৫৫ রান করেন ডু প্লেসি। ১৭৮ রানের মাথায় অধিনায়কের উইকেটটি হারানোর পর ক্রিজে আসেন উইকেট রক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি কক। ষষ্ঠ উইকেটে ১৬৪ রানের জুটি গড়েন এলগার এবং ডি কক। এই জুটি গড়ার পথে ১৬০ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেন ওপেনার এলগার।


পূজারার হাতে ক্যাচ বানিয়ে এলগারকে আউট করে এই জুটি ভাঙ্গতে সক্ষম হন ভারতের স্পিন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। এলগার ফিরলেও অবশ্য দলের খুঁটি হয়ে টিকে ছিলেন ডি কক। দায়িত্বশীল ব্যাটিং করে ক্যারিয়ার পঞ্চম টেস্ট সেঞ্চুরি তুলে নেন তিনি। যদিও সেঞ্চুরির পরেই বিদায় নিতে হয় তাঁকে। ১১১ রান করে অশ্বিনের বলে বোল্ড হন তিনি। 



promotional_ad

দলীয় ৩৭০ রানে ডি কক বিদায় নিলে মাত্র ৬ রানের ব্যবধানে ব্যর্থতার পরিচয় দেন অলরাউন্ডার ভারনন ফিল্যান্ডারও। শূন্য রানে অশ্বিনের শিকার হন তিনি। এরই সঙ্গে সপ্তমবারের মতো এক ইনিংসে ৫ উইকেট নেয়ার কীর্তি গড়লেন এই তারকা স্পিনার।  


দিনের শেষভাগে দুই লোয়ার অর্ডার ব্যাটসম্যান সেনুরান মুতুসামি এবং কেশব মহারাজের ব্যাটে আর উইকেট হারায়নি সফরকারীরা। মুতুসামি ১২ এবং মহারাজ ৩ রান নিয়ে দিনের খেলা শেষ করেছেন। 


এর আগে টেস্টের প্রথম ইনিংসে মায়াঙ্ক আগারওয়ালের ডাবল সেঞ্চুরি এবং রোহিত শর্মার সেঞ্চুরিতে ৭ উইকেটে ৫০২ রানে ইনিংস ঘোষণা করে ভারত। এই দুই ব্যাটসম্যান ছাড়া ৩০ রানে অপরাজিত থাকেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।


দক্ষিণ আফ্রিকার পক্ষে বল হাতে তেমন সুবিধা করতে পারেননি কোনো বোলারই। ১৮৯ রান খরচায় ৩ উইকেট নেন স্পিনার কেশব মহারাজ। আর একটি করে উইকেট পান ভারনন ফিল্যান্ডার, ডেন পিয়েডট, সিনুরান মুতুসামি এবং ডিন এলগার।   


ভারতের পাহাড়সম রানের জবাবে খেলতে নেমে মাত্র ১৪ রানের মাথায় ওপেনার এইডেন মার্করামের উইকেটটি হারায় দক্ষিণ আফ্রিকা। রবিচন্দ্র অশ্বিনের বলে বোল্ড হওয়ার আগে ৫ রান করেন এই প্রোটিয়া। এরপর ব্যক্তিগত ৪ রানে বিদায় নেন তিন নম্বরে খেলতে নামা থিউনিস ডি ব্রুইন। 



দলীয় ৩৪ রানে ডানহাতি ব্যাটসম্যান ডেন পিয়েডটকে বোল্ড করে সফরকারীদের বিপদ বাড়িয়ে দেন রবীন্দ্র জাদেজা। পরবর্তীতে ডিন এলগার এবং টেম্বা বাভুমার ব্যাটে আর কোনো উইকেট না হারিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করে দক্ষিণ আফ্রিকা। ২৭ রানে অপরাজিত ছিলেন এলগার।  


সংক্ষিপ্ত স্কোর: (তৃতীয় দিন শেষে)

ভারত প্রথম ইনিংসঃ
 ৫০২/৭ (১৩৬ ওভার) (ডিক্লে) (আগারওয়াল-২১৫,  রোহিত ১৭৬; মহারাজ-৩/১৮৯, এলগার- ১/৪)    


দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসঃ ৩৮৫/৮ (২০ ওভার) (এলগার-১৬০, ডি কক-১১১; অশ্বিন-৫/১২৮, জাদেজা-২/১১৬)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball