স্মিথ-উইলিয়ামসনদের ছাড়িয়ে আগারওয়াল

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১৫ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলেছেন মায়াঙ্ক আগাওয়াল। ২০১৯ সালে টেস্টে এখন পর্যন্ত এটাই ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। দারুণ এই ইনিংসটি দিয়ে অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ, ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার এবং নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনদের ছাড়িয়ে ভারতীয় এই ওপেনার।
চলতি বছরের অ্যাশেজে ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্টে ২১১ রানের অনবদ্য ইনিংস খেলেন অজি তারকা ব্যাটসম্যান স্মিথ। ওটাই ছিল ২০১৯ সালের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। এবার তাঁকে ছাড়িয়ে শীর্ষে জায়গা করে নিলেন ২৮ বছর বয়সী আগারওয়াল।

স্মিথ-আগারওয়ালের ইনিংস দুটি ছাড়াও ২০১৯ সালে আরও তিনটি ডাবল সেঞ্চুরি দেখেছে ক্রিকেটবিশ্ব। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার বিশ্বকাপের আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে নিজের প্রথম ডাবল সেঞ্চুরি করেন।
তাঁর ২০২ রানের অপরাজিত ইনিংসটি চলতি বছরের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের তালিকায় এখন পর্যন্ত তৃতীয় অবস্থানে আছে। কিউই অধিনায়ক উইলিয়ামসনের অপরাজিত ২০০ রানের ইনিংসটি আছে চতুর্থ স্থানে।
গত ফেব্রুয়ারিতে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে ঘরের মাঠে এই ইনিংসটি খেলেন ডানহাতি এই ব্যাটসম্যান। একই সিরিজের দ্বিতীয় টেস্টে রস টেলর খেলেন ২০০ রানের ইনিংস। যা চলতি বছরের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের তালিকায় পঞ্চম স্থানে আছে।