promotional_ad

প্রোটিয়াদের বিপক্ষে রোহিত-আগারওয়ালের অনবদ্য রেকর্ড

ছবিঃ বিসিসিআই
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান বিশাখাপত্তম টেস্টে সেঞ্চুরি করেছেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা এবং মায়াঙ্ক আগারওয়াল। এই প্রথম দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একইসঙ্গে সেঞ্চুরি করেছেন ভারতের উদ্বোধনী দুই ব্যাটসম্যান।


রোহিত-আগারওয়াল উদ্বোধনী জুটিতেই তুলেছেন ৩১৭ রান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এর আগে দুইবার দুই শতাধিক রানের জুটি গড়লেও একইসঙ্গে দুই ওপেনার সেঞ্চুরি তুলে নিতে পারেননি। 



promotional_ad

টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো ওপেন করতে নেমে রোহিত করেছেন ১৭৬ রান। ইনিংসে ছিল ২৩টি চার এবং ছয়টি ছক্কার মার। অপরদিকে আগারওয়াল এখনো ১৪৫ রানে ব্যাটিং করছেন।


ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরির ইনিংসে ১৭টি চার ও তিনটি ছক্কা হাঁকিয়েছেন আগারওয়াল। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের সংগ্রহ দুই উইকেটে ৩৪০ রান। উইকেটে আগারওয়ালের সঙ্গী বিরাট কোহলি (৯*)।


৭১ বছরের পুরনো আরেকটি রেকর্ড অবশ্য হাতছানি দিচ্ছিলো রোহিত-আগারওয়ালকে। যদিও সেই রেকর্ডটি ভাঙতে পারেননি এই দুজন। প্রোটিয়াদের বিপক্ষে সর্বোচ্চ উদ্বোধনী জুটির রেকর্ডটি ইংল্যান্ডের লেন হাটন ও কাইরিল ওয়াশব্রুকের দখলে।



১৯৪৮ সালের জোহানেসবার্গ টেস্টে এই দুজন উদ্বোধনী জুটিতে তুলেছিলেন ৩৫৯ রান। কেশব মহারাজের বলে রোহিত ফিরে গেলে এই রেকর্ড ভাঙা হয়নি ভারতের নব্য ওপেনিং জুটির।
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball