বৃষ্টি ও রোহিত-আগারওয়ালের দাপট

ছবি: ছবিঃ বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
রোহিত শর্মার সেঞ্চুরিতে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে সুবিধাজনক অবস্থানে আছে ভারত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম দিনের খেলা শেষে তাদের সংগ্রহ বিনা উইকেটে ২০২ রান।
বিশাখাপত্তমে বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচটিতে অবশ্য খেলা হয়েছে মাত্র ৫৯.১ ওভার। এ সময়ে ভারতের দুই ওপেনারের দাপটে পাত্তাই পায়নি প্রোটিয়াদের বোলিং লাইন আপ।
এই ম্যাচে খেলতে নামার আগে রোহিতের ওপেন করা নিয়ে অনেক বিতর্ক হয়েছে। প্রোটিয়াদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে শূন্য রান করায় এই বিতর্ক আরও বাড়তে থাকে। এবার সেঞ্চুরি করে বিতর্কের আগুনে পানি ঢেলে দিয়েছেন রোহিত।
ডানহাতি এই ওপেনার ১৭৪ বলে পাঁচটি ছক্কা ও ১২টি চারের সাহায্যে ১১৫ রান করে অপরাজিত আছেন। সঙ্গী মায়াঙ্ক আগারওয়ালও পিছিয়ে নেই। ১৮৩ বলে ১১টি চার ও দুটি ছক্কায় তিনি অপরাজিত আছেন ৮৪ রানে।
ভারনন ফিল্যান্ডার, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, ডেন পাইড ও অভিষিক্ত সেনুরান মত্তুসোয়ামি এ দিন ওভারের পর ওভার করে গেলেও উইকেটের দেখা পাননি।
সংক্ষিপ্ত স্কোর:

ভারত প্রথম ইনিংস: ৫৯.১ ওভারে ২০২/০ (রোহিত ১১৫*, আগারওয়াল ৮৪*)।