ইমরুলের দৃষ্টি ভারত সফরে

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
দুটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আগামী নভেম্বর ভারত সফরে যাবে বাংলাদেশ। ভারতের বিপক্ষে স্কোয়াডে থাকার ব্যাপারে আশাবাদী ইমরুল। যদিও স্কোয়াডে কেন রাখা হবে তাঁকে, এই ব্যাপারে এখনই জানাতে নারাজ বাংলাদেশ দলের এই ওপেনার।
বুধবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমকে ইমরুল বলেন, 'কোন যুক্তিতে দলে জায়গা আশা করি সেটা বলতে পারব না। কিন্তু আশা তো সবাই করে। আশা নিয়েই সবাই সামনে আগায়। আমিও সেই আশা নিয়েই অপেক্ষায় আছি।'

ফর্মে থাকলেও বিশ্বকাপের স্কোয়াড ডাক পাননি ইমরুল। এরপর শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজেও দলের সঙ্গী হননি তিনি। বাংলাদেশের নিয়মিত ওপেনার তামিম ইকবাল নিজেকে সাময়িক সময়ের জন্য সরিয়ে নেয়ায় আফগানিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াডে বিবেচিত হতে পারতেন ইমরুল।
এ ছাড়া আফগানিস্তান এবং জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজেও জাতীয় দলে বিবেচিত হওয়ার সুযোগ ছিল তাঁর। কিন্তু নিজের ছেলে অসুস্থ থাকায় এই দুটি সিরিজ থেকে নিজেকে সরিয়ে নেন ইমরুল। এবার জাতীয় ক্রিকেট লিগে খেলে ভারত সফরের স্কোয়াডে ডাক পেতে চান তিনি।
'যদি সামনে সুযোগ আসে সেই সুযোগ কাজে লাগানোর চেষ্টা করব। আমার একটা সুযোগ এসেছিল ওই সময়ে কিন্তু দুর্ভাগ্যবশত আমার ছেলের অসুস্থতার কারণে আমি খেলতে পারলাম না।
ওইটা তো আর শেষ হয়ে যায় নাই। সামনে যদি সুযোগ আসে অবশ্যই চেষ্টা করব শতভাগ দেয়ার।'