পাঞ্জাবের কোচ হচ্ছেন কুম্বলে?

ছবি: ছবিঃ বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কিংস ইলেভেন পাঞ্জাবের সম্ভাব্য প্রধান কোচের তালিকায় আছেন অনিল কুম্বলে। ভারতের কিংবদন্তি লেগ স্পিনার অনিল কুম্বলেকে প্রধান কোচ হিসেবে পাওয়ার ব্যাপারে আশাবাদী কিংস ইলেভেন ফ্র্যাঞ্চাইজি।
ভারতের জনপ্রিয় গণমাধ্যম মুম্বাই মিররের প্রতিবেদনে উঠে এসেছে এমনই এক তথ্য। পাঞ্জাবের সম্ভাব্য কোচের সংক্ষিপ্ত তালিকায় কুম্বলের সঙ্গে আছেন অ্যান্ডি ফ্লাওয়ার এবং ড্যারেন লেম্যান।

সাবেক জিম্বাবুইয়ান ফ্লাওয়ার এবং অস্ট্রেলিয়ার সাবেক কোচ লেম্যানের চাইতে খানিকটা এগিয়ে আছেন কুম্বলে, এমনটাই জানা গিয়েছে সেই প্রতিবেদনের মাধ্যমে।
এই তালিকায় অবশ্য সবার চাইতে এগিয়ে ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান মাইক হাসি। যদিও তিনি পাঞ্জাবে যোগ দেবেন না বলে জানিয়ে দিয়েছেন।
কোচ হিসেবে যথেষ্ট অভিজ্ঞ কুম্বলে। ভারতের জাতীয় দলকে কোচিং করানো ছাড়াও আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং মুম্বাই ইন্ডিয়ান্সের কোচিং প্যানেলে ছিলেন তিনি।
আইপিএলে পাঞ্জাবের পরিসংখ্যান অবশ্য সুখকর নয়। আইপিএলের গত ১২ আসরে মাত্র দুবার প্লে অফ নিশ্চিত করতে পেরেছে তারা। ২০০৮ সালে আইপিএলের উদ্বোধনী আসরে শেষ চারে জায়গা করে নেয় তারা। এ ছাড়া ২০১৪ সালে ফাইনাল খেললেও শিরোপা ঘরে তুলতে পারেনি তারা।