ভারতের একাদশ থেকে বাদ পান্ত

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
বুধবার বিশাখাপত্তমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে ভারতের। সিরিজের প্রথম টেস্টের একদিন আগেই একাদশ ঘোষণা করেছে ভারত। একাদশ থেকে বাদ পড়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পান্ত।
তার বদলে একাদশে ফিরেছেন আরেক উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা। ক্রিকেটের তিন ফরম্যাটেই মহেন্দ্র সিং ধোনির বিকল্প ভাবা হচ্ছিল পান্তকে। তাঁর প্রতিভা এবং সামর্থ্য নিয়ে কারোরই কোনো প্রশ্ন নেই।
যদিও ব্যাট হাতে কিংবা উইকেটের পেছনে গ্লাভস হাতে ধারাবাহিক হতে পারছেন না তিনি। এর ফলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের একাদশে জায়গা হারালেন পান্ত।

এদিকে ওপেনিংয়ে জায়গা পেয়েছেন রোহিত শর্মা। সীমিত ওভারের ক্রিকেটে ভারতের অন্যতম ভরসার নাম রোহিত। তবে সাদা পোষাকে এখনও নিজেকে প্রমাণ করতে পারেননি তিনি।
গত বছরের ডিসেম্বরে অস্ট্রেলিয়ায় সর্বশেষ টেস্ট খেলেছেন রোহিত। চলতি বছর এই প্রথম টেস্ট একাদশে ডাক পেলেন তিনি। পিঠের চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ থেকে ছিটকে গেছেন ভারতের পেসার জসপ্রিত বুমরাহ।
তাঁর বদলি হিসেবে ডাক পেয়েছেন উমেশ যাদব। তবে একাদশে সুযোগ মেলেনি তাঁর। অভিজ্ঞ ইশান্ত শর্মা এবং মোহাম্মদ শামির ওপরই ভরসা রেখেছেন ভারতে অধিনায়ক বিরাট কোহলি।
প্রথম টেস্টের ভারত একাদশ :
বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পুজারা, হানুমা বিহারি, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি।