মুশফিক-তামিমদের জাতীয় লিগে চায় বিসিবি

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
সাধারণত ঘরোয়া ক্রিকেটে প্রথম শ্রেণীর ম্যাচ খেলতে দেখা যায় না বাংলাদেশ দলের সিনিয়র ক্রিকেটারদের। এবার জাতীয় ক্রিকেট লিগের অন্তত দুটি ম্যাচে তাদের খেলাতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মুশফিকুর রহিম, তামিম ইকবালদের কাছে বিসিবির প্রত্যাশা জাতীয় লিগে অন্তত দুটি ম্যাচ খেলবেন তারা।
চলতি বছরের নভেম্বরে ভারতের মাটিতে খেলতে যাবে বাংলাদেশ। এর আগে দশ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় লিগ। ভারতে যাওয়ার আগে আসন্ন এই লিগের অন্তত দুটি ম্যাচ খেলবেন মুশফিক-মাহমুদউল্লাহরা, এমনটা প্রত্যাশা বিসিবি নির্বাচক হাবিবুল বাশারের।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বাশার বলেন, 'অন্তত দুটি রাউন্ড খেলতে হবে। আমরা যেটা বলছি বা চাচ্ছি। জাতীয় দলের ক্রিকেটাররা অন্তত দুটি যেন খেলতে পারে। এটা ঠিক রাখতে চাইব।'

বাশারের সঙ্গে একমত পোষণ করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীও। তিনি বলেন, 'আমাদের চেষ্টা থাকবে জাতীয় দলের যারা এখন দেশে আছে তাদের জাতীয় লিগে যোগ করার জন্য। তবে আমাদের একটা দল (শ্রীলঙ্কায় বাংলাদেশ 'এ' দল) বাইরে আছে।
সবাই হয়তো দেশে নেই। তারপরও আমরা আশা করছি প্রথম এবং দ্বিতীয় রাউন্ডে কিছু ক্রিকেটার খেলবেন।'
ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই টেস্ট চ্যাম্পিয়নশিপে যাত্রা শুরু করবে বাংলাদেশ। এ কারণে ভারত সফরের আগে চারদিনের ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের জন্য, এমনটা বিশ্বাস বাশারের।
বাশার বলেন, 'আমার মনে হয় আমরা যদি টেস্ট চ্যাম্পিয়নশিপে ভালো করতে চাই তাহলে প্রথম শ্রেণীর ক্রিকেট অনেক গুরুত্বপূর্ণ। আমাদের ছেলেরা প্রথম শ্রেণীতে সুযোগ পেলে সেটা ব্যবহার করার চেষ্টা করা উচিত।
আমরা দশদিন নেট অনুশীলন করার চেয়ে দুটি চার দিনের ম্যাচ খেলা ভালো। আমরা চাই ভারত যাওয়ার আগে তারা অন্তত দুটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলুক। এটা আমরা আশা করব আরকি।'