জহুরুল-মিঠুনে 'এ' দলের স্বস্তি

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
শ্রীলঙ্কা 'এ' দলের বিপক্ষে চারদিনের অনানুষ্ঠানিক ম্যাচের দ্বিতীয় দিনে সুবিধাজনক অবস্থায় আছে বাংলাদেশ 'এ' দল। ওপেনার জহুরুল ইসলামের ৯০ এবং মোহাম্মদ মিঠুনের ৯২ রানের সৌজন্যে ছয় উইকেটে ২৭০ রান করেছে তারা।
ওপেনিং জুটিতে জহুরুলের সঙ্গে ৯০ রানের জুটি গড়েন সাদমান ইসলাম। ৫৩ রান করে ফেরেন সাদমান। এরপর নাজমুল হোসেন শান্ত ফেরেন মাত্র চার রান করে।

অধিনায়ক মুমিনুল হকের ব্যাটেও রান আসেনি। মাত্র ১১ রান করে ফেরেন 'এ' দলের অধিনায়ক। এরপর জহুরলের সঙ্গে জুটি গড়েন মিঠুন। চতুর্থ উইকেট জুটিতে এই দুজন তোলেন ১৩৭ রান।
মিঠুন রানআউট হয়ে ফেরার পর টিকতে পারেননি জহুরুলও। শেষদিকে নুরুল হাসান সোহান ফেরেন এক রান করে। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের উইকেট পাহারায় আছেন সৌম্য সরকার (৮*) এবং মেহেদী হাসান মিরাজ (৭*)।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের এই চারদিনের ম্যাচটি ২৩ সেপ্টেম্বর শুরু হওয়ার কথা ছিল। কিন্তু টানা বৃষ্টিপাতের কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়। ম্যাচটি একেবারে বাতিল না করে ভেন্যু বদলে আবারও আয়োজনের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।
হাম্বানটোটায় গত শনিবার (২৮ সেপ্টেম্বর) চারদিনের প্রথম ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সেখানেও বৃষ্টি বাধা দেয়ায় ম্যাচের দ্বিতীয় দিন থেকে খেলা শুরু হয়েছে।
সিরিজের শেষ ওয়ানডে ছাড়া সবগুলো ম্যাচই এই হাম্বানটোটায় আয়োজন করা হবে। সিরিজের দ্বিতীয় চারদিনের ম্যাচটি শুরু হবে ৪ অক্টোবর। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ ৯ ও ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে হাম্বানটোটায়।