পাকিস্তানে যাবেন না সালমাদের ভারতীয় কোচরা

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৩ অক্টোবর পাকিস্তানের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। যদিও এই সফরে তাদের সঙ্গে যাচ্ছেন না কোচিং স্টাফরা।
সালমা-রুমানাদের কোচিংয়ের দায়িত্বে আছেন তিন ভারতীয় নারী কোচ। এরা হলেন প্রধান কোচ আঞ্জু জাইন, সহকারী কোচ হিসেবে দেবিকা পালশিখর ও ট্রেনার কবিতা পান্ডে। এই তিনজনের কেউই যাবেন না পাকিস্তান সফরে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ নারী দলের ম্যানেজার জাভেদ ওমর বেলিম। সাবেক এই ওপেনার বলেছেন, ‘এটা তো আর আমাদের নিয়ন্ত্রণে নেই। এটা কূটনৈতিক (ভারত-পাকিস্তান) সমস্যা। বিষয়টা কোচদের হাতেও না। স্বাভাবিক পরিস্থিতি থাকলে তো অবশ্যই ওরা যেত।’
এ উপলক্ষে আসন্ন সিরিজের জন্য স্বল্প মেয়াদে কোচিং স্টাফ নিয়োগ দিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এই সিরিজে নারী দলের প্রধান কোচ হিসেবে থাকবেন দীপু রায় চৌধুরী। এর আগে ২০০৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত বাংলাদেশ নারী দলের কোচের দায়িত্ব পালন করেন তিনি।
পাকিস্তান সফরে নারী দলের সহকারী কোচের দায়িত্ব পালন করবেন ইমদাদুল হক। আর ট্রেনার হিসেবে থাকবেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার আনোয়ার হোসেন। পহেলা অক্টোবর থেকে ভারপ্রাপ্ত কোচদের অধীনে কক্সবাজারে অনুশীলন শুরু করবে বাংলাদেশ নারী দল।
