promotional_ad

আবারো নতুন যাত্রার অপেক্ষায় পাকিস্তান

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


দীর্ঘ ১০ বছর পর আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে পাকিস্তানের মাটিতে। সোমবার (৩০ সেপ্টেম্বর) শুরু হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের ওয়ানডে সিরিজ। সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় দ্বিতীয় ওয়ানডের মাধ্যমে আবারো নতুন যাত্রা শুরু করবে পাকিস্তান।


করাচি জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৪টায়। ম্যাচটি অবশ্য রবিবার (২৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু পাকিস্তানের আবহাওয়া ভালো না থাকার কারণে সূচিতে পরিবর্তন এনেছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)।


১০ বছর আগে ২০০৯ সালে এই করাচি স্টেডিয়ামে যাওয়ার পথেই শ্রীলঙ্কার টিম বাসের ওপর সন্ত্রাসী হামলা হয়। এরপর আর কোনো দল পূর্ণাঙ্গ সিরিজ খেলতে পাকিস্তানে যায়নি। এবার পাকিস্তান সফরে যেতে রাজি হয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।
 
যদিও দলটির নিয়মিত ১০জন খেলোয়াড় পাকিস্তান সফর থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন। পাকিস্তান সফরে যাননি শ্রীলঙ্কার টি-টোয়েন্টি অধিনায়ক লাসিথ মালিঙ্গা এবং ওয়ানডে অধিনায়ক দিমুথ করুনারত্নেও।



promotional_ad

এই সিরিজে শ্রীলঙ্কার ওয়ানডে অধিনায়কত্ব দেয়া হয়েছে লাহিরু থিরামান্নেকে। আর টি-টোয়েন্টিতে লঙ্কানদের নেতৃত্ব দেবেন দাসুন শানাকা। এই সিরিজের মাধ্যমে পাকিস্তানের প্রধান কোচ হিসেবে অভিষেক হতে চলেছে মিসবাহ উল হকের।


সিরিজটিতে অবশ্য পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামতে পারছে না পাকিস্তানও। দলের অন্যতম দুই সেরা পেসার শাহিন শাহ আফ্রিদি ও হাসান আলী এই সিরিজ থেকে ছিটকে গেছেন।


বাঁহাতি শাহিন ডেঙ্গুতে আক্রান্ত। ফর্মে না থাকা ডানহাতি পেসার হাসান পিঠের চোট থেকে এখনও সেরে ওঠেননি। সিপিএল খেলতে যাওয়ায় দলে রাখা হয়নি অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ হাফিজকেও।


বিশ্বকাপে ব্যর্থতার পরও অধিনায়ক হিসেবে সরফরাজ আহমেদকেই রেখে দিয়েছে পিসিবি। তাঁর অধীনেই এবার ঘরের মাঠে নতুনভাবে যাত্রা শুরু করবে পাকিস্তান।



শ্রীলঙ্কা স্কোয়াড: লাহিরু থিরিমান্নে (অধিনায়ক), দানুস্কা গুনাথিলাকা, সাদিরা সামারাবিক্রমা, আভিষ্কা ফার্নান্দো, ওশাদা ফার্নান্দো, শিহান জয়াসুরিয়া, দাসুন শানাকা, মিনোদ ভানুকা, অ্যাঞ্জেলো পেরেরা, ভানিন্দু হাসারাঙ্গা, লক্ষণ সান্দাকান, নুয়ান প্রদীপ, ইসুরু উদানা, কাসুন রাজিথা ও লাহিরু কুমারা।


পাকিস্তান স্কোয়াড: সরফরাজ আহমেদ (অধিনায়ক), বাবর আজম, আবিদ আলী, আসিফ আলী, ফখর জামান, হারিস সোহেল, মোহাম্মদ হাসনাইন, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, ইমাম উল হক, মোহাম্মদ আমির, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, শাদাব খান, উসমান শিনওয়ারি ও ওয়াহাব রিয়াজ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball