promotional_ad

টিভিতে খেলা দেখাতে ভারতীয়র শরণাপন্ন পাকিস্তান

ছবিঃ পিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


চলমান পাকিস্তান-শ্রীলঙ্কা সিরিজের সম্প্রচারসত্ত্বের দায়িত্ব পেয়েছে ভারতের একটি কোম্পানি। তাই ২৪ জনের বেশি ভারতীয় নাগরিক এই মুহূর্তে পাকিস্তানে অবস্থান করছে। 


পাকিস্তানের ক্রিকেট বোর্ডের (পিসিবি) একটি সূত্র জানিয়েছে, টেলিভিশন প্রযুক্তি নিয়ে এই মুহূর্তে তেমন ভালো মানের কোনও বিশেষজ্ঞ নেই পাকিস্তানে। আর তাই অনিল মহান নামক ব্যক্তির প্রতিষ্ঠানটিকে সম্প্রচারসত্ত্ব দিয়েছে পাকিস্তান।



promotional_ad

অনিল অবশ্য পিসিবির সঙ্গে আগেও কাজ করেছেন। দুর্দিনেও সেই অনিলের কাছে গিয়েছে পিসিবি। অবশ্য এই সিরিজের জন্য পাকিস্তানে অবস্থান করা ভারতীয়দের নিরাপত্তার ব্যাপারে এখনও কিছুই জানায়নি পিসিবি।


পাকিস্তানে ক্রিকেটের প্রত্যাবর্তনের অপেক্ষা কিছুটা বেড়েছে। বৃষ্টিতে ভেস্তে গেছে শ্রীলঙ্কা এবং পাকিস্তানের প্রথম ওয়ানডে ম্যাচ। গত শুক্রবার (২৭ সেপ্টেম্বর) করাচিতে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।


আগামী ২৯ সেপ্টেম্বর এই মাঠেই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সিরিজের দ্বিতীয় ওয়ানডে। কিন্তু বৃষ্টির তীব্রতার কারণে অনিশ্চয়তা দেখা দিয়েছে সেই ম্যাচটি নিয়েও।



যে কারণে সিরিজের দ্বিতীয় ম্যাচের সূচি পরিবর্তন করে ৩০ সেপ্টেম্বরে নেয়া হয়। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।


পাকিস্তানে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলতে গিয়েছে শ্রীলঙ্কা দল। দলের দশজন নিয়মিত ক্রিকেটার ছাড়াই এই সফরে গিয়েছে শ্রীলঙ্কা।
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball